হংকংয়ে মঙ্গলবার (২০ জুন) ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৬ রানের জয় পেয়েছে লতা মণ্ডলরা। ৬০ রান তাড়ায় নেমে ৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে মাত্র ৫৩ রানে থেমেছে প্রতিপক্ষের ইনিংস।
বল হাতে এদিন নৈপুণ্যে দেখিয়েছেন মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান। যদিও রান তাড়ায় নেমে শুরুটা ভালো ছিল পাকিস্তানের মেয়েদের। ৩.৫ ওভারে কোনো উইকেট না হারিয়েই ২৬ রান তুলে নেয় তারা। এরপর দৃশ্যপটে হাজির রাবেয়া। তার বলে ওভার বাউন্ডারি হাঁকাতে গিয়ে নাহিদার হাতে ধরা পড়েন পাক ওপেনার আয়মান ফাতিমা। তিনি ১৫ বলে ১৮ রান করেন।
পরের ওভারে সুলতানা খাতুন এসে মাত্র ৩ রান খরচ করেন। তাতে কিছুটা চাপে পড়ে প্রতিপক্ষ। ষষ্ঠ ওভারে এসে চাপ আরও বাড়ান নাহিদা। ৪ রান দিয়ে তুলে নেন শাওয়াল জুলফিকারের উইকেট। ১৫ বলে ১১ রান আসে তার ব্যাট থেকে। শেষ ৩ ওভারে জয়ের জন্য পাকদের প্রয়োজন পড়ে ২৭ রান। রাবেয়া আবারো আক্রমণে এসে ৭ রান দিয়ে তুলে নেন সাদাফ শামাসের উইকেট। তার ব্যাট থামে ১০ বলে ৮ রান করে। অষ্টম ওভারে মারুফা এসে ৭ রান দিয়ে তুলে নেন নাতালিয়া পারভেজের উইকেট। তাতে শেষ ওভারে জয়ের জন্য প্রতিপক্ষের প্রয়োজন পড়েন ১৩ রান।
কিন্তু আক্রমণে আসা সানজিদা আক্তার মেঘলার বলপ্রতি ১ রানের বেশি তুলতে পারেননি ক্রিজে থাকা দুই পাক ব্যাটার ফাতিমা সানা ও সৈয়দা আর্নুব শাহ। তাতে ৬ রানের জয় নিশ্চিত করে ফাইনালে পা রাখে বাংলাদেশ। ফাইনালে আগামীকাল টাইগ্রেসদের প্রতিপক্ষ ভারত।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়