হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায়

পুরো স্বাস্থ্য ব্যবস্থাকেই নড়বড়ে করে দিচ্ছে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি। কোনো কোনো হাসপাতালে শয্যার প্রায় শতভাগই ভর্তি ডেঙ্গু রোগী। কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গুর ভয়াবহ চাপে হিমশিম খেতে হচ্ছে সার্বিক ব্যবস্থাপনায়।

রাজধানীর কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতালে পূর্ণ প্রায় সবকটি শয্যা, ভর্তি রোগীদের সবাই ডেঙ্গু আক্রান্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

১০ বছরের আরিফ নামের এক শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ দিন ধরে এ হাসপাতালে ভর্তি আছে। সে এখনও ভুগছে নানা সমস্যায়। আরিফের মতো এভাবেই ডেঙ্গুর ধকল সামলাতে না পেরে হাসপাতালে কাতরাচ্ছেন সব বয়সীরা।

ভর্তি রোগীর বাইরে বহির্বিভাগে যারা সেবা নিতে আসছেন, তাদেরও বেশির ভাগ আক্রান্ত ডেঙ্গুর উপসর্গে নিয়ে। কিন্তু ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম চলে কতটা? সবারই অভিযোগ, এখন কালেভদ্রেও দেখা মিলে না মশকনিধনের অভিযানের।

চলতি মাসে ডেঙ্গু নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি রোগী প্রায় ১২ হাজার। আর কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু রোগীর চাপে হাসপাতালগুলোর ব্যবস্থাপনার ওপরই পড়ছে বিরূপ প্রভাব।

বিশেষজ্ঞরা বলছেন, নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় নগর কর্তৃপক্ষের উদাসীনতায় ডেঙ্গুর এমন ভয়াবহতা বেড়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, একমাত্র সেই শতাব্দি প্রাচীন যে মশকনিধন কার্যক্রম আছে, এইটুকুই তারা (সিটি করপোরেশন) মনে করে যে, এটার জন্য যথেষ্ট, এটা আসলে যথেষ্ট নয়। আমাদের একটা কীটতত্ত্ব সিস্টেম আছে, বিভাগ আছে, সেটাকে উন্নত করতে হবে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গল থেকে বুধবার সকাল পর্যন্ত সাতজনের মৃত্যু হয়। এ নিয়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে এ বছর ১০৬ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। এ ছাড়া একই সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৬৪ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ঢাকায় ৫৬৫ জন এবং ঢাকার বাইরে ২৯৯ জন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮০২ জনে। বুধবার (১৯ অক্টোবর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোলরুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৩০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার ভেতরে ২ হাজার ২৪৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ৫৭ জন। হাসপাতাল থেকে এ পর্যন্ত ছাড়া পেয়েছেন ২৪ হাজার ৩৯২ জন রোগী।

চলতি বছর এখন পর্যন্ত ১০৬ জন ডেঙ্গুতে মারা গেছেন। যার মধ্যে চলতি মাসেই মৃত্যু হয়েছে ৪৬ জনের। গত সেপ্টেম্বরে দেশে ৯ হাজার ৯১১ জন আক্রান্তের মধ্যে ৩৪ জন মারা গিয়েছিলেন।
এই বিভাগের আরও খবর
হিমোফিলিয়া শনাক্তের বাইরে ৮২% রোগী

হিমোফিলিয়া শনাক্তের বাইরে ৮২% রোগী

কালের কণ্ঠ
খাবারে কৃত্রিম রঙের ব্যবহার স্বাস্থ্যঝুঁকি বাড়ায়

খাবারে কৃত্রিম রঙের ব্যবহার স্বাস্থ্যঝুঁকি বাড়ায়

কালের কণ্ঠ
ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, মেধাক্রমে প্রথম তামিম

ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, মেধাক্রমে প্রথম তামিম

সমকাল
স্যালাইন খেয়ে শিশুর মৃত্যু, গ্রেপ্তার ৪

স্যালাইন খেয়ে শিশুর মৃত্যু, গ্রেপ্তার ৪

জনকণ্ঠ
অভিযান চালিয়ে হাসপাতাল বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘না’

অভিযান চালিয়ে হাসপাতাল বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘না’

বাংলা ট্রিবিউন
ব্লাড ক্যানসার কেন হয়, নির্ণয়ের উপায় ও চিকিৎসা কী?

ব্লাড ক্যানসার কেন হয়, নির্ণয়ের উপায় ও চিকিৎসা কী?

প্রথমআলো
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়