শুধুমাত্র কানে হেডফোন লাগিয়ে চলফেরা করতে গিয়ে বাংলাদেশেই প্রতিবছর অসংখ্য কিশোর-কিশোরী থেকে তরুণ-তরুণী ট্রেনের ধাক্কায় মারা যায়। কখনো রেললাইন পার হতে গিয়ে বা রেললাইন ধরে হাঁটতে গিয়ে কিংবা রস্তা পার হতে গিয়ে।
চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা বার বার সাবধান করছেন সবাইকে যাতে তাঁরা কানে সারাক্ষণ হেডফোন না লাগিয়ে রাখেন। এবার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে,পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার নাদনঘাটের উত্তর গোয়ালপাড়ায়।
সেখানকার বাসিন্দা কলেজ পড়ুয়া তরুণী মুক্তা বসাক(১৯) মারা গেছেন কানে হেডফোন লাগিয়ে ঘুমাতে গিয়ে।
জানা গেছে, রাতে হেডফোন কানে লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমোনো অভ্যাস ছিল মুক্তার। রবিবার রাতের খাওয়া সেরে ঘুমোনোর আগে সেভাবেই শুয়েছিল সে। একই খাটে পাশে শুয়েছিলেন তার মা ও ছোট বোন। সকালে ঘুম ভাঙছে না দেখে মেয়ের শরীরে হাত দিতেই চমকে ওঠেন মা। মেয়ের শরীর তখন বরফের মতো ঠান্ডা। তিনি চিৎকার করে উঠলে বাড়ির অন্যরা ছুটে আসে। সঙ্গে সঙ্গে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মুক্তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তর জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঠানোর সিদ্ধান্ত নেন কালনা হাসপাতাল কর্তৃপক্ষ। প্রাথমিক ভাবে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু বলে মনে করছেন চিকিৎসকরা। তিন বোনের মধ্যে বড় মুক্তাই। কালনা কলেজে কলা বিভাগে প্রথম বর্ষের ছাত্রী ছিল। বাবা মাধব বসাক তাঁতের কাজ করেন।
মা মিনতি বসাক বলছেন, ‘রাতে সবার সঙ্গে খেয়ে সাড়ে ন’টা নাগাদ ঘুমাতে যায়। মুক্তার সঙ্গে আমার ছোট মেয়েও শুয়েছিল খাটে। মেয়ে হেডফোন লাগিয়ে রাত পর্যন্ত গান শুনে ঘুমাতো। এদিন সকালে উঠে দেখি, মুক্তার কানে হেডফোন লাগানো রয়েছে। কিন্তু মেয়ে উঠছে না। ডাকাডাকি করেও সাড়াশব্দ পাচ্ছিলাম না বলে গায়ে হাত দিতেই দেখি, ঠান্ডা। মেয়ের কোনও অসুস্থতা ছিল না।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়