বিশেষ বিশেষ দিনকে ঘিরে ফুলের চাহিদা একটু বেশিই থাকে। তেমনই দামও থাকে বাড়তি। তবে এবার পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবসের এই দিনে ফুলের দাম আকাশচুম্বি। গতকালও যে গোলাপ বিক্রি হয়েছে ৪০ টাকায় আজ তার দাম ৮০ থেকে ১৫০ টাকা।
রাজধানীর বিভিন্ন জায়গায় ফুল বিক্রি হচ্ছে। প্রকার ভেদে প্রতি পিস গোলাপ খুচরায় বিক্রি হচ্ছে ৬০ থেকে ১৫০ টাকা। ফুলের হেয়ার ব্যান্ড প্রতি পিস ১৩০ টাকা। প্রতি পিস গাঁদা ফুলের মালা ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রজনীগন্ধা, চন্দ্র মল্লিকা ৩০ টাকা পিস বিক্রি হচ্ছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর ফার্মগেট, ধানমন্ডি ও শাহবাগের বিভিন্ন ফুলের দোকান ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
ধানমন্ডির মা-বাবার দোয়া পুষ্পকেন্দ্রের ফুলের দোকানে ফুল কিনতে আসেন মার্জানা হাসান নামে এক তরুণী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফুলের দাম এবার অনেক বেশি। গতবার ৮০ টাকা দিয়ে আমি চারটি গোলাপ কিনেছি। আজ ৮০ টাকায় একটি ভালো গোলাপ পাওয়া যাচ্ছে না। হেয়ার ব্যান্ড ৫০ টাকার বেশি কখনও নেয়নি। আজ একই হেয়ার ব্যান্ড আমাকে ১৩০ টাকায় কিনতে হয়েছে।’
ধানমন্ডির মা-বাবার দোয়া পুষ্পকেন্দ্রের একটু দূরে খণ্ডকালীন ভ্রাম্যমাণ ফুলের দোকান নিয়ে বসেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কৌশিক রহমান। সেখানে গিয়ে দেখা যায় আরও চড়া দামে বিক্রি হচ্ছে এক-একটি গোলাপ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতি পিস ভালো গোলাপ ১০০ থেকে ১৫০ টাকায় পর্যন্ত বিক্রি করছি। শাহবাগ থেকে ফুল এনে এখানে বিক্রি করছি। পাইকারিতে অনেক বেশি দামে ফুল কিনতে হয়েছে। তাই আমাকে সেভাবেই দাম রাখতে হচ্ছে।’ বিকালের দিকে আরও বেশি দামেও বিক্রি হতে পারে বলে জানান তিনি।
ধানমন্ডির মা-বাবার দোয়া পুষ্পকেন্দ্রের ব্যবস্থাপক মামুন মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কমেই বিক্রি করছি। অন্যান্য জায়গায় আরও বেশি দামে বিক্রি হচ্ছে।’
ফার্মগেটের একটি ভ্রাম্যমাণ ফুলে দোকান থেকে দুটি গোলাপ ১২০ টাকায় কিনেছেন রুহান ও সাবরিনা। রুহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১০ টাকার গোলাপ ৬০ টাকায় নিয়েছি। আমরাও কিছু বলতে পারছি না। উপহারের জিনিস বলে এতো দাম রাখবে কেন?’
তাদের মতো ফুলের দাম নিয়ে একই অভিযোগ করেছেন আরও অনেক ক্রেতা।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়