রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেলে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় প্রথম ট্রেনটি উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে ছেড়ে আসে। এরইমধ্যে দিয়াবাড়ি থেকে আগারগাঁও কয়েকবার ট্রেন যাওয়া-আসা করলেও সিডিউল অনুযায়ী দুপুর ১২টা বাজতেই ট্রেন চলাচল বন্ধ করে দেন কর্তৃপক্ষ। গেট বন্ধ করে দেয়ার পর লাইনে দাঁড়ানো যাত্রীরা গেট খুলে দেয়ার জন্য বিক্ষোভ করেন । দীর্ঘ লাইনের শেষ দিকের দাঁড়িয়ে থাকা অনেকে ফিরে যান। এদিকে স্টেশনের সামনে রয়েছে পুলিশ মোতায়েন। পুলিশ সদস্যদের সঙ্গে রয়েছেন আনসার সদস্যরাও।
এর আগে ভোর থেকেই মেট্রোরেলের রাজধানীর আগারগাঁও স্টেশনে ভিড় জমিয়েছেন যাত্রীরা। দেখা গেছে, মেট্রোরেলের আগারগাঁও স্টেশন থেকে পাসপোর্ট অফিস পর্যন্ত ফুটপাতে গড়িয়েছে যাত্রীদের দীর্ঘ লাইন। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রথমদিনেই মেট্রোরেলে ওঠার জন্য তারা আগারগাঁও স্টেশনে এসেছেন। বেশিরভাগ যাত্রী পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে প্রথম দিনেই মেট্রো ট্রেনে চড়ে তাদের স্বপ্ন পূরণ করতে চান। ট্রেন ছুটে আসলেই লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা সেলফি তুলেছেন।
স্টেশন বন্ধ করার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা গেটের সামনে জড়ো হয়ে গেট খোলার স্লোগান দিচ্ছেন। এদিকে দিয়াবাড়ি থেকে ট্রেন ছুটে আসলে তাদের হাত দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন রাস্তায় থাকা উৎসুক জনতা। এখনও বাড়ছে দর্শনার্থী ও যাত্রীদের ভিড়। স্টেশনের মেইনগেট আটকানো সেখান মানুষের জটলা দেখা গিয়েছে।
শিক্ষার্থী রুম্পা বলেন, আমি লালবাগ থেকে এসেছি সকাল ৮টায়। এখন গেট বন্ধ করে দিয়েছে। এতক্ষণ দাঁড়িয়ে থেকে কোন লাভ হলো না।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়