নিখোঁজের ১৮ দিন পর পশ্চিম অস্ট্রেলিয়ার একটি প্রত্যন্ত এলাকা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে মাত্র ৪ বছর বয়সী একটি মেয়ে শিশুকে। এ সময় সে একটি বাড়িতে তালাবদ্ধ অবস্থায় ছিল। গত ১৬ই অক্টোবর কারনারভনে নিজেদের পারিবারিক আবাসন থেকে নিখোঁজ হয় ক্লিও স্মিথ। তারপর তাকে হন্যে হয়ে খুঁজতে থাকেন পিতামাতা। এক পর্যায়ে পুলিশ নামে উদ্ধার অভিযানে। তন্ন তন্ন করে এখানে ওখানে তাকে খুঁজে বেড়ানো হয়। অবশেষে একটি তালাবদ্ধ ঘর থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩৬ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার ফরেন্সিক ক্লু ধরে দিনের শুরুতে কারনারভনে একটি বাড়িতে উপস্থিত হয় পুলিশ। পশ্চিম অস্ট্রেলিয়া পুলিশের ডেপুটি কমিশনার কর্নেল ব্লাঞ্চ বিবৃতিতে বলেছেন, তারা ওই বাড়িতে একটি রুমের ভিতর দেখতে পায় ছোট্ট ক্লিও’কে। এ সময় পুলিশের এক কর্মকর্তা তাকে দু’হাতে জড়িয়ে কোলে তুলে নিয়ে নাম জিজ্ঞেস করেন। ছোট্ট শিশুটি জানায়, তার নাম ক্লিও। এরপর তাকে উদ্ধার করে পিতামাতার কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
এতে পিতামাতার জীবনে ফিরে এসেছে সমস্ত সুখ। মা ইলি স্মিথ ইন্সটাগ্রামে লিখেছেন, আমার সংসার আবার পূর্ণতা পেয়েছে। ওদিকে পুলিশ যে ফুটেজ প্রকাশ করেছে তাতে ক্লিও’কে হাসতে দেখা যায়। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। কর্তৃপক্ষ বলেছে, যে ব্যক্তিকে আটক করা হয়েছে তার সঙ্গে স্মিথ পরিবারের কোনো সম্পর্ক নেই। তার বিরুদ্ধে কোনো অভিযোগও আনা হয়নি। যে বাড়ি থেকে ক্লিওকে উদ্ধার করা হয়েছে তা কারনারভনে তাদের বাড়ি থেকে গাড়িতে ছয় মিনিটের দূরত্ব।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়