ময়মনসিংহের গৌরীপুরে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের দু’টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। টের না পাওয়ায় দুটি কোচ ফেলে রেখেই ছুটে যায় ট্রেনটি। সোমবার রাত পৌনে ১১টার দিকে জামালপুর-চট্টগ্রাম রেলপথের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ স্টেশন অতিক্রম করার পর এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস জামালপুরের উদ্দেশে যাত্রা করে। পথিমধ্যে ট্রেনটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ স্টেশন অতিক্রম করার পর ট্রেনের সর্বশেষ ১৬ ও ১৭ নম্বর বগির হুক খুলে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ট্রেনের পরিচালক গৌরীপুর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় গিয়ে বিষয়টি টের পান।
পরবর্তীতে ট্রেন পরিচালক উল্টো পথে ট্রেন নিয়ে বিচ্ছিন্ন বগি দুটি ট্রেনের সঙ্গে যুক্ত করে গৌরীপুর স্টেশনে এসে যাত্রাবিরতি করে। এদিন রাতেই নতুন নিয়মে সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জামালপুরের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। ট্রেনের পরিচালক আমিনুল ইসলাম বলেন, গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ স্টেশনের মাঝামাঝি এলাকায় চলন্ত ট্রেনের দুটি বগির হুক খুলে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ট্রেন থামানোর পর উল্টো পথে ট্রেন নিয়ে বিচ্ছিন্ন বগি যুক্ত করে গৌরীপুর স্টেশনে নিয়ে আসি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়