করোনাভাইরাস মহামারির জন্য দীর্ঘ দিন স্কুল, কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। প্রায় তিন বছর ধরে শিক্ষার্থীদের না পড়িয়েই শিক্ষকরা মাসের পর মাস বেতন পেয়েছেন। করোনাকালে শিক্ষকদের নিয়ে এ ব্যাপারে নানা অভিযোগ রয়েছে।
শিক্ষকদের দিকে যখন অভিযোগের আঙুল উঠছে, ঠিক সেই সময়ই ব্যতিক্রমী দৃষ্টান্ত তৈরি করলেন ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুরের নীতীশ্বর কলেজের সহকারী অধ্যাপক লালন কুমার।
অন্য শিক্ষকদের মতো তিনিও এই মহামারির সময়ে না পড়িয়ে মাসের পর মাস বেতন নিয়েছেন। কিন্তু কোথাও যেন একটা ‘বিবেকের দংশন’ হয়েছিল সহকারী অধ্যাপক লালনের।
আর সেই বিবেকের দংশনেই ২ বছর ৯ মাসের বেতন কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন তিনি। এই সময়ে তিনি মোট বেতন পেয়েছিলেন ২৩ লাখ ৮২ হাজার টাকা। সেই টাকাটাই রেজিস্ট্রারের হাতে তুলে দিয়েছেন লালন। এই মহানুভবতার পরিচয়ের জন্য সকলের প্রশংসা কুড়াচ্ছেন তিনি।
লালন বলেন, শিক্ষার্থীদের না পড়িয়ে এত দিন ধরে বেতন নিয়েছি। কিন্তু কোথাও যেন সেই বেতন নিতে বিবেকে বাধছিল। এমনকি অনলাইন ক্লাস হলেও খুব সামান্য শিক্ষার্থী উপস্থিত ছিল। যদি আমি না পড়িয়েই শুধু মাসের পর মাস বেতন নিয়ে যাই আগামী পাঁচ বছর ধরে, তা হলে আমার শিক্ষাকে গলা টিপে হত্যা করার শামিল হবে!
লালন আরও জানিয়েছেন, তিনি যখন বেতন ফিরিয়ে দেওয়ার প্রস্তাব কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, তারা খুব অবাক হয়েছিলেন। শুধু তাই-ই নয়, এই টাকা নিতে তারা দ্বিধাবোধ করছিলেন।
কিন্তু লালন তাদের বুঝিয়ে বলেন বিষয়টি। এছাড়া কেন এই বেতন তিনি নিতে চান না, সেই কারণ ব্যাখ্যা করার পরে অবশেষে কলেজ কর্তৃপক্ষ তার প্রস্তাব মানতে রাজি হয়।
ওই শিক্ষকের অভিযোগ, কলেজে আসার পর থেকেই পড়াশোনার পরিবেশ তেমন চোখে পড়েনি তার। শুধু তাই-ই নয়, হিন্দি বিভাগে ১১০০ শিক্ষার্থী থাকলেও তাদের উপস্থিতির হার খুবই কম। অনলাইন ক্লাস চালু হলেও শিক্ষার্থীরা তাতে অংশ নেননি। তাই তাদের না পড়িয়ে বেতন তিনি নিতে পারেন না। আর সেটা চানও না।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়