যুক্তরাষ্ট্রের ৪৮টি অঙ্গরাজ্য এক যাত্রায় দ্রুততম সময়ে উড়োজাহাজে ভ্রমণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় নাম লেখালেন দুই বৈমানিক। ৩৮ ঘণ্টা ১৩ মিনিটে এসব অঙ্গরাজ্য ভ্রমণ করে আগের বিশ্ব রেকর্ড ভেঙেছেন তাঁরা।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) প্রতিবেদনে বলা হয়, এই দুই বৈমানিক হলেন জন স্কিটোন ও বব রেনল্ডস। রেকর্ডটি গড়তে দুই বৈমানিক ব্যবহার করেছেন হালকা একটি উড়োজাহাজ।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তর-পূর্বের মেইন অঙ্গরাজ্যের সানফোর্ড শহর থেকে উড্ডয়ন শুরু করেন দুই বৈমানিক। যাত্রাপথে ৪৮টি অঙ্গরাজ্যের বিমানবন্দরে অবতরণ করেন দুজন। তাঁদের এই অভিযাত্রা শেষ হয় ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সাউথ বেন্ড শহরে।
উড়োজাহাজের মাধ্যমে ৩৮ ঘণ্টা ১৩ মিনিটে পাশাপাশি লাগোয়া ৪৮টি অঙ্গরাজ্য ভ্রমণ করে সবচেয়ে দ্রুততম যাত্রার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েন এই দুই বৈমানিক।
যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য ৫০টি। এর মধ্যে ৪৮টি অঙ্গরাজ্য একেকটির সঙ্গে লাগোয়া। বাকি দুটি অঙ্গরাজ্য—আলাস্কা ও হাওয়াই মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। যুক্তরাষ্ট্রের ডব্লিউটিএমজে টিভিকে স্কিটোন বলেন, ‘দুই অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে কম সময় প্রায় চার মিনিট কাটিয়েছি আমরা। এমনটা ঘটেছে দুইবার—নেব্রাস্কা ও আইওয়া এবং ওহাইও ও ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যে।’
এই বৈমানিক আরও বলেন, এই কীর্তি হলো দীর্ঘ পরিকল্পিত দুঃসাহসিক অভিযাত্রার ফল।
স্কিটোন বলেন, ‘এটা ছিল আমার জন্য ব্যক্তিগত একটি বিষয়। কিছু কীর্তি গড়ার একটি তালিকা আমি করেছিলাম। এই তালিকা আমি করেছি ১৫ বছর আগে। তালিকায় উড়োজাহাজে ভ্রমণের বেশ কিছু জায়গার নামও ছিল, যেসব জায়গায় আমি যেতে চেয়েছি। এসব তালিকার একটি ছিল একই যাত্রায় ৪৮টি রাজ্যের সব কটিতে ভ্রমণ।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়