নভেল করোনাভাইরাস প্রতিরোধে দেশের মানুষের মধ্যে টিকা নেয়ার আগ্রহ থাকলেও এজন্য নিবন্ধনে ধীরগতি দেখা যাচ্ছে। গত তিনদিনে মাত্র ১২ হাজার টিকাপ্রত্যাশী নিবন্ধন করেছেন।
ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের উদ্বোধনের পর পরই অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধনের কথা বলা হয়েছিল। তবে এখনো চালু হয়নি ‘সুরক্ষা অ্যাপ’। নিবন্ধনের জন্য শুধু ওয়েবসাইটের ওপর নির্ভর করতে হচ্ছে টিকাপ্রত্যাশীদের। এ অবস্থায় ওয়েবসাইটের জটিলতায় নিবন্ধন কম হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরীক্ষামূলক টিকা প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিভিন্ন শ্রেণী-পেশার ২৬ জনকে টিকা দেয়া হয়। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আরো ৫৪১ জনকে টিকা দেয়া হয়। উদ্বোধনের দিন বিকাল থেকে টিকার জন্য নিবন্ধন করতে ‘সুরক্ষা অ্যাপ’ ও সুরক্ষা ওয়েবসাইট উন্মুক্ত করে দেয়ার কথা বলা হয়েছিল। তবে ওয়েবসাইট খুলে দেয়া হলেও উন্মুক্ত হয়নি মোবাইল অ্যাপ।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ‘সুরক্ষা’ নামে গুগলে অন্য একটি অ্যাপ রয়েছে, তাই সরকারের এ অ্যাপটি উন্মুক্ত হতে সময় লাগছে। তথ্য ও প্রযুক্তি বিভাগের এ অ্যাপটি দুই-তিনদিনের মধ্যে গুগল প্লে-স্টোরে দেয়া হবে। এরপর গুগলের রিভিউ শেষে উন্মুক্ত হবে। কোনো সমস্যা না হলে এ সপ্তাহের শেষ সময় নাগাদ অ্যাপ ডাউনলোড করা যাবে। শুধু ওয়েবসাইটনির্ভর হওয়ায় নিবন্ধন প্রক্রিয়ায় কিছু সমস্যার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়