হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর দাবির ছয় দিনের মাথায় আরেকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ৭টা ২৭ মিনিটে ওই ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে তারা। জাপানের কোস্ট গার্ডও ওই উৎক্ষেপণের কথা জানিয়ে বলেছে উত্তর কোরিয়া ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের মতো বস্তু ছুড়েছে।
ছয়টি দেশ উত্তর কোরিয়াকে উস্কানিমূলক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দেওয়ার কয়েক দিনের মধ্যে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হলো।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) বলেন, ‘আমাদের সেনাবাহিনী উত্তর কোরিয়ার ছোড়া সন্দেহভাজন ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এটি ভূমি থেকে পূর্ব সাগরে ছোড়া হয়েছে।’ তিনি জানান দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কর্তৃপক্ষ এবং যুক্তরাষ্ট্র বিস্তারিত বিশ্লেষণ প্রক্রিয়া চালাচ্ছে।
সাম্প্রতিক এই উৎক্ষেপণ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রতিশ্রুতির প্রতিফলন। ডিসেম্বরে এক জরুরি বৈঠকে তিনি ২০২২ সালের প্রতিরক্ষা অগ্রাধিকার চূড়ান্ত করেন। ওই অগ্রাধিকারের অংশ হিসেবেই এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
সোমবার জাতিসংঘের মার্কিন দূতাবাস, ফ্রান্স, আয়ারল্যান্ড, জাপান, যুক্তরাজ্য এবং আলবেনিয়া এক যৌথ বিবৃতিতে গত সপ্তাহে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানান। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, ‘এসব কার্যক্রম ভুল হিসাব এবং উত্তেজনা বাড়ার ঝুঁকি বৃদ্ধি করে এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর মারাত্মক হুমকি তৈরি করে।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়