ক্লিন ফিডেই (বিজ্ঞাপন মুক্ত) একে একে সম্প্রচারে ফিরছে বিদেশি স্যাটেলাইট চ্যানেলগুলো। অথচ গত ১ অক্টোবর পরবর্তী সময়ে ক্যাবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নেতারা বারবার বলেছেন, ‘ক্লিন ফিডে চ্যানেল প্রচার করা সম্ভব নয়’। এই দাবি তুলে ওই সময়ে কোয়াব ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক বন্ধ রাখে। অথচ টেলিভিশন সংশ্লিষ্টরা বার বার বলেছেন, ক্লিন ফিডেই অনুষ্ঠান সম্প্রচার সম্ভব। যেটা পরবর্তীতে দেখা যাচ্ছে।
এ বিষয়ে অ্যাটকোর (অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স)সহ-সভাপতি মোজাম্মেল হক বলেছিলেন, ‘ক্লিন ফিড সম্ভব এবং প্রযুক্তিগতভাবেই সম্ভব।’
এ বিষয়ে জানতে চাইলে ক্যাবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি আনোয়ার পারভেজ বলেন, ‘যেসব স্যাটেলাইট চ্যানেল ক্লিন ফিড হিসেবে সম্প্রচার হচ্ছে সেগুলো পরীক্ষামূলক। আমরা চালিয়ে দেখছি কোনও বিজ্ঞাপন আসে কিনা। যদিও কোনও বিজ্ঞাপন আসছে না, তবুও একটা আশঙ্কা থেকে যায়। এটা চেক করে দেখা হচ্ছে।’
জি বাংলা, স্টার জলসা সম্প্রচারে এলো। সনি, কালার্স ইত্যাদি চ্যানেল কবে আসছে জানতে চাইলে আনোয়ার পারভেজ বলেন, ‘কবে আসবে সেটা এখনই বলা সম্ভব নয়। ব্রডকাস্ট কর্তৃপক্ষ এখনও আমাদের কিছু বলেনি। যারা ক্লিন ফিড দিয়েছে তাদেরটা আমরা পরীক্ষামূলকভাবে সম্প্রচার করছি।’
বিজ্ঞাপন বন্ধ করে ক্লিন ফিড কোয়াব ম্যানুয়ালি করছে নাকি ক্লিন ফিডই আসছে জানতে চাইলে আনোয়ার পারভেজ বলেন, ‘আমরা কিছুই করছি না। সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষই করে দিচ্ছে। আমরা শুধু নেটওয়ার্কে চালু রেখেছি।’
ক্লিন ফিড অসম্ভব বলা হয়েছিল
বাংলা ট্রিবিউনের এক প্রশ্নের জবাবে কোয়াব সভাপতি আনোয়ার পারভেজ বলেছিলেন, ‘ক্লিন ফিড সম্ভব নয়। এ কারণে আমরা কোনও চ্যানেল চালাতে পারছি না। আমরা ক্লিন ফিড চালাতে পারবো না। তাই ক্যাবল টিভির সম্প্রচার বন্ধ রেখেছি। যতদিন বিষয়টির সুরাহা না হচ্ছে ততদিন সম্প্রচার বন্ধ থাকবে।’
অথচ কোয়াবের নেটওয়ার্কের মাধ্যমেই এখন একে একে ক্লিন ফিড নিয়ে ফিরছে জি বাংলা, স্টার জলসা ইত্যাদি।
প্রসঙ্গত, গত ১ অক্টোবর কোয়াবের (ক্যাবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সদস্যরা ও ডিটিএইচ (ডাইরেক্ট টু হোম) অপারেটররা দেশে ক্যাবল টিভির সম্প্রচার বন্ধ রাখে। স্যাটেলাইট চ্যানেল বিজ্ঞাপন মুক্ত (ক্লিন ফিড) রাখার বিষয়ে সরকার কড়াকড়ি আরোপ করলে স্যাটেলাইট চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ ছিল। ক্লিন ফিড দেওয়ার পরই এক এক করে চ্যানেলগুলো সম্প্রচারে ফিরছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়