গোলের সুযোগ তৈরি করায় এগিয়ে মেসি ও নেভেস

লিওনেল মেসি স্ট্রাইকার নন, গোল করা তাঁর প্রধান কাজ নয়। খেলেন উইঙ্গার হিসেবে, কখনো আবার অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গায়। ‘নাম্বার নাইন’র বাইরে যাঁরা খেলেন, তাঁদের কাজই মূলত গোলের সুযোগ তৈরি করা। অন্য অর্থে ‘প্লেমেকার’। দীর্ঘদিন ধরে মেসির খেলা দেখেন, এমন সবারই জানা ম্যাচে সুযোগ তৈরিতে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকাই থাকে। কিন্তু সেটা ঠিক কতটা?

মেসি এখন ইউরোপে খেলেন না। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এখন তরুণদেরই বেশি জয়জয়কার। সেখানেই–বা কারা এখন গোলের সুযোগ তৈরি করার শীর্ষ খেলোয়াড়? গোলের সুযোগ বেশি তৈরি করেন কারা? এই সব প্রশ্নের উত্তর খুঁজেছে সুইজারল্যান্ডভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান সিআইইএস ফুটবল অবজারভেটরি। চলতি মৌসুমে অন্তত ৩৬০ মিনিট মাঠে ছিলেন, এমন খেলোয়াড়দের নিয়ে করা এই গবেষণায় ইউরোপে শীর্ষ পাঁচ লিগের মধ্যে এক নম্বরে জায়গা করেছেন পিএসজির জোয়াও নেভেস। আর শীর্ষ পাঁচ লিগের বাইরের লিগগুলোতে সবার ওপরে ইন্টার মায়ামিতে খেলা মেসির নাম।

সিআইইএস নির্দিষ্ট কিছু সূচকের ওপর ভিত্তি করে বেশি সুযোগ তৈরি করা খেলোয়াড়দের বের করেছে। এর মধ্যে আছে কতগুলো পাস থেকে অন্যরা গোল করেছেন বা গোলের সহজ সুযোগ তৈরি হয়েছে, গোলে সহায়তা করা খেলোয়াড়দের কাছে কতগুলো পাস গেছে (সেকেন্ড অ্যাসিস্ট) এবং কতগুলো পাস প্রতিপক্ষের রক্ষণদেয়াল ভেদ করে নিজের সতীর্থের কাছে গেছে।

‘চান্স ক্রিয়েটর’ হওয়ার সুযোগ বেশি থাকে অ্যাটাকিং মিডফিল্ডার ও উইঙ্গারদের। তবে সিআইইএস বিবেচনায় নিয়েছে সেন্টার ফরোয়ার্ড, ডিফেন্সিভ ও সেন্ট্রাল মিডফিল্ডার, উইং ও ফুল ব্যাক সব পজিশনকেই।

দেখা যাচ্ছে, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে মোট ১০০ পয়েন্টের মধ্যে ৯৯.৪ পয়েন্ট অর্জন করেছেন নেভেস। ২০ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার এ বছরই বেনফিকা থেকে পিএসজিতে যোগ দেন। গোলের সুযোগ তৈরি মানেই গোলে শীর্ষ সহায়তাকারী নন, তবু এবারের ফ্রেঞ্চ লিগে এরই মধ্যে ৬ গোলে অ্যাসিস্ট হয়ে গেছে তাঁর।

নেভেস যে গোলের সুযোগ তৈরিতে খুব ভালো খেলেছেন, তা স্পষ্ট দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়ের সঙ্গে পার্থক্যেও। বেশ খানিকটা পেছনে ৯৪.৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কোল পালমার। চেলসির ২২ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার অবশ্য এবারের প্রিমিয়ার লিগে প্রথম ৬ ম্যাচে ৬টি গোলও করেছেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের তালিকায় শীর্ষ পাঁচের বাকি তিনটি জায়গায় যথাক্রমে বুন্দেসলিগার ব্রেমেনে খেলা রোমানো স্কিমিড (৯০.৯), লা লিগার বার্সেলোনায় খেলা লামিনে ইয়ামাল (৯০.৩) এবং একই লিগে ভিয়ারিয়ালে খেলা অ্যালেক্স বায়েনা (৯০.২)।

প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা, সিরি আ ও লিগ আঁ–র বাইরে বিশ্বের ৬০টি লিগ নিয়ে আরেকটি তালিকা তৈরি করেছে সিআইইএস। এখানে ইন্টার মায়ামিতে খেলা মেসির পয়েন্ট ৯৮.২। ৩৭ বছর বয়সী মেসির পর দ্বিতীয় স্থানে ইনিও ভিসেন্তে (৩৪.৪), যিনি খেলেন স্পেনের দ্বিতীয় স্তরের দল রেসিংয়ে। মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে খেলা রিকি পিগ ৯৪ পয়েন্ট নিয়ে আছেন তিন নম্বরে।

শীর্ষ পাঁচের অন্য দুটি যথাক্রমে কাতারের ক্লাব আল সাদের উইঙ্গার আকরাম আফিফ (৯৩.৪) এবং সার্বিয়ান লিগের পার্টিজানে খেলা মিডফিল্ডার বেবার্স নাতচো (৯২.৪)।
এই বিভাগের আরও খবর
অধিনায়ক লিটনকে প্রশংসায় ভাসালেন কোচ সালাউদ্দিন

অধিনায়ক লিটনকে প্রশংসায় ভাসালেন কোচ সালাউদ্দিন

দৈনিক ইত্তেফাক
চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরল রিয়াল, সেরা আটের যে সমীকরণ

চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরল রিয়াল, সেরা আটের যে সমীকরণ

সমকাল
শেষ বলে ছক্কা হাঁকিয়ে জিতলো ঢাকা

শেষ বলে ছক্কা হাঁকিয়ে জিতলো ঢাকা

দৈনিক ইত্তেফাক
বিশ্বকাপ পরবর্তী মেসির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন এমবাপ্পে

বিশ্বকাপ পরবর্তী মেসির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন এমবাপ্পে

কালের কণ্ঠ
ফাইনালে ভারতকে ১৯৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

ফাইনালে ভারতকে ১৯৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন
১৫ বছর পর উইন্ডিজে টেস্ট জয়, সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

১৫ বছর পর উইন্ডিজে টেস্ট জয়, সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

বণিক বার্তা
ট্রেন্ডিং
  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি

  • প্রাথমিকে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ মেধার ভিত্তিতে: গণশিক্ষা উপদেষ্টা

  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯