রংপুরের দুই মাধ্যমিক স্কুল চালু হয়নি আড়াই বছরেও

রংপুর নগরীর একটি বালক ও একটি বালিকা সরকারি মাধ্যমিক বিদ্যালয় চালু করতে যে কাজ শুরু হয়েছে তা নানা জটিলতায় শেষ হচ্ছে না। আড়াই বছর আগে শুরু হওয়া এই কাজ মাত্র ৩৫ শতাংশ শেষ হয়েছে, ফলে আগামী বছরেও এই দুটি বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু করতে পারবে না সরকার। 
 
এদিকে, বিভাগীয় এবং পুরনো মহানগরী এলাকায় মাত্র দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় থাকায় প্রতি বছরই কয়েক হাজার শিক্ষার্থী সরকারি স্কুলে ভর্তি থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে অভিভাবকদের দূরের স্কুলে পাঠাতে হচ্ছে কোমলমতি শিশুদের।

আবার অনেকে বেসরকারি বিদ্যালয়ে ভর্তি করালেও আর্তিক সংকট প্রকট হচ্ছে। জানা গেছে, ছয় বছর আগে জাতীয় অর্থনীতি পরিষদে (একনেক) পাস হয় রংপুরের দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কাজ। কিন্তু নির্দিষ্ট সময়ের প্রায় ৯ মাস পর ২০২২ সালের শেষের দিকে এই কাজ শুরু হয়েছে। 

শিক্ষা প্রকৌশল বিভাগের একটি সূত্র জানিয়েছে, নকশা জটিলতা, সম্প্রতি জিনিসপত্রের দাম বৃদ্ধি, নিচু জমিসহ অন্যান্য সমস্যায় কাজ নির্দিষ্ট সময়ে শুরু হয়নি।

রংপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানায়, ৯টি সরকারি স্কুল প্রকল্পের আওতায় রংপুর নগরীর উত্তম মৌজার হাজিপাড়া পুরনো রেডিও সেন্টারে ‘বালক মাধ্যমিক বিদ্যালয়’ আর কামালকাছনা মৌজার বোতলায় হবে ‘বালিকা মাধ্যমিক বিদ্যালয়’।

বিদ্যালয় দুটি নির্মাণের জন্য জমি অধিগ্রহণ শেষ হয়েছে ২০২১ সালের আগস্ট মাসে। এরপর রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অধিগ্রহণ হওয়া জমি শিক্ষা প্রকৌশলকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

রংপুর শিক্ষা প্রকৌশল জানায়, বিদ্যালয় দুটি স্থাপনের জন্য টেন্ডার আহ্বান শেষে কার্যাদেশ দেওয়া হয়েছে এসএসএল-এসই-এমএ জেভি নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। আর উত্তম মৌজার হাজিপাড়া পুরনো রেডিও সেন্টারে ‘বালক মাধ্যমিক বিদ্যালয়’ এর কাজ করছে বিল্ডার্স, কম্পিউটার লতিফ, জয়েন ভ্যান্সার নামে প্রতিষ্ঠান।

ইতোমধ্যে দুটি বিদ্যালয়ের কাজ দৃশ্যমান হলেও রংপুর নগরীর উত্তম মৌজার হাজিপাড়া পুরনো রেডিও সেন্টারে ‘বালক মাধ্যমিক বিদ্যালয়’এর কাজ ৩০ ভাগ আর কামালকাছনা মৌজার বোতলায় হবে ‘বালিকা মাধ্যমিক বিদ্যালয়’এর কাজ ৩৫ ভাগ হয়েছে। দুটি প্রতিষ্ঠানের ঠিকাদারকে ১১ কোটি টাকা বিল দেওয়া হয়েছে।

প্রকল্প অনুযায়ী প্রতি বিদ্যালয়ের জন্য ২৩ কোটি ১০ লাখ ৮ হাজার ৪৩২ টাকা ব্যয় ধরা হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, প্রকল্পের কাজ শুরু হবার কথা ছিল ২০২২ সালের ২৮ এপ্রিল। শেষ হবে ৩৬ মাসে। কিন্তু কার্যাদেশ হওয়ার নয় মাস পার শুরু হওয়ায় নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারবে না ঠিকাদারি প্রতিষ্ঠান। 
প্রকল্পের মেয়াদ বাড়লে বাড়তি অর্থ গচ্চা দিতে হবে সরকারকে।

নগরীর কামাল কাচনা এলাকার বাসিন্দা কহিনুর বেগম নামে এক অভিভাবক বলেন, ‘আমার মেয়েকে তৃতীয় শ্রেণিতে ভর্তির জন্য গত দুই বছর লটারিতে অংশ নিয়েছি, তবে নাম ওঠেনি। আমি চাইছিলাম যে সে রংপুর সরকারি বালিকা বিদ্যালয়ে পড়ুক। কিন্তু এত বেশি আবেদন যে সে আশা পূর্ণ হয়নি। আমার মতো শতশত অভিভাবক চায় রংপুরে যে দুটি বিদ্যালয় হওয়ার খবর আমরা শুনেছি, তা দ্রুত বাস্তবায়ন হোক।

তিনি বলেন, বেসরকারি ভালোমানের স্কুলে বাচ্চাকে পগার খরচ সবার হয় না। বর্তমানে আরো অসম্ভব হয়ে উঠছে।

আজিজুল ইসলাম নামে আরেক অভিভাবক বলেন, ‘দেশের অন্যান্য জেলায় অধিক সংখ্যক মাধ্যমিক সরকারি স্কুল থাকলেও রংপুরে মাত্র দুটি। এ ক্ষেত্রেও রংপুর বঞ্চিত। আন্দোলন করে দুটি সরকারি স্কুল পেলেও এখনও তা বাস্তবায়নে ধীরগতি। দ্রুত স্কুল দঁটো হলে আমাদের হয়রানি কম হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারুক জানান, আমার মেয়েকে লালমনিরহাটে ভর্তি করিয়েছি পরে মাইগ্রেশন করে আনা হয়েছে। আসন বা বিদ্যালয় বেশি হলে এই সংকট তৈরি হতো না। আমরা চাই আসন বৃদ্ধি এবং বিদ্যালয়দুটির কাজ দ্রুত শেষ হোক।

হাফিজুল ইসলাম নামে আরেক অভিভাবক বলেন, ‘তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষায় রংপুর জিলা স্কুলে ২৫০টি আসনের বিপরীতে প্রতি বছর গড়ে দুই হাজারের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেয়। এ সংখ্যা দিন দিন আরো বাড়ছে। একই অবস্থা রংপুর সরকারি বালিকা বিদ্যালয়েও। এই অবস্থা থেকে বের হয়ে আসতে হলে স্কুল প্রতিষ্ঠার বিকল্প নেই। যে সমস্যাই হোক সমাধান করতে হবে।
এই বিভাগের আরও খবর
আমাদের ব্যর্থ করার ষড়যন্ত্রে যারাই জড়িত থাকবে, তাদের বিন্দু পরিমাণ ছাড় নয়: আসিফ মাহমুদ

আমাদের ব্যর্থ করার ষড়যন্ত্রে যারাই জড়িত থাকবে, তাদের বিন্দু পরিমাণ ছাড় নয়: আসিফ মাহমুদ

নয়া দিগন্ত
রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে: রিজভী

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে: রিজভী

জনকণ্ঠ
গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সতর্ক আছে সেনাবাহিনী

গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সতর্ক আছে সেনাবাহিনী

বাংলা ট্রিবিউন
সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে এত সময় লাগল কেন

সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে এত সময় লাগল কেন

নয়া দিগন্ত
প্রধান উপদেষ্টাকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন

প্রধান উপদেষ্টাকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন

নয়া দিগন্ত
ডিবি পরিচয়ে চাঁদাবাজি, এসআই ও ছাত্রদল নেতা আটক

ডিবি পরিচয়ে চাঁদাবাজি, এসআই ও ছাত্রদল নেতা আটক

যুগান্তর
ট্রেন্ডিং
  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি

  • প্রাথমিকে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ মেধার ভিত্তিতে: গণশিক্ষা উপদেষ্টা

  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯