সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের প্রায় ১ শতাংশই ইস্যুকৃত সঞ্চয়পত্র হারিয়ে বা নষ্ট করে ফেলে। এসব গ্রাহককে এতদিন টাকা তৈরির দামি কাগজ দিয়ে সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে ছাপানো ডুপ্লিকেট সঞ্চয়পত্র দিয়ে আসছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর। এতে সঞ্চয়পত্র ব্যবস্থাপনায় সরকারের ব্যয় বেড়ে যায়। অতিরিক্ত এ ব্যয় কমাতে অনলাইনে ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যুর উদ্যোগ নেয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে ১ নভেম্বর ‘জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’-এর মাধ্যমে হারানো, চুরি বা নষ্ট হওয়া সঞ্চয়পত্রের ডুপ্লিকেট ইস্যুতে কার্যকরী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক সামছুন্নাহার বেগম বণিক বার্তাকে বলেন, কেউ যদি তার সঞ্চয়পত্র হারিয়ে বা নষ্ট করে ফেলে, তাহলে তাকে ডুপ্লিকেট সঞ্চয়পত্র দিতে হয়। আগে আমদানি করা উন্নতমানের কাগজে প্রিন্টিং প্রেসে ছাপিয়ে ম্যানুয়ালি পদ্ধতিতে এ কাজটা করা হতো। এতে সঞ্চয়পত্র ব্যবস্থাপনায় সরকারের খরচটা বেড়ে যেত। কিন্তু বর্তমানে আমরা সঞ্চয়পত্র কার্যক্রমের সবকিছু অটোমেশনে নিয়ে গেছি। তাই আগের ম্যানুয়াল পদ্ধতিতে ইস্যুকৃত সঞ্চয়পত্রের ক্ষেত্রেও যদি ডুপ্লিকেট ইস্যু করতে হয়, তাহলে সেটিও অনলাইনের মাধ্যমে করা হবে। এ কার্যক্রম বাস্তবায়ন হলে সঞ্চয়পত্র ব্যবস্থাপনায় সরকারের খরচ কিছু কমবে। তবে কী পরিমাণ ব্যয় কমবে তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।
বাজেট ঘাটতি মেটাতে প্রয়োজনীয় অর্থের বড় একটি অংশই সঞ্চয়পত্র ইস্যুর মাধ্যমে সংগ্রহ করে সরকার। চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা। বিশাল ঘাটতি মেটাতে এবার সঞ্চয়পত্র থেকে ২০ হাজার কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে গত ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ছিল ২৭ কোটি টাকা। ওই অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ ছিল ১৪ হাজার ৪২৮ কোটি ৩৫ লাখ টাকা।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়