ডিজিটাল কমার্সের জন্য চালু হলো ‘বেসিস ডিবিআইডি ডেস্ক’

দেশের ডিজিটাল কমার্সের অগ্রযাত্রায় ভূমিকা রাখার লক্ষ্যে ডিবিআইডি (ডিজিটাল বিজনেস আইডি) ডেস্ক চালু করেছে বেসিস। বুধবার বেসিস সদস্যদের ইমেইল করে জানিয়েছে বেসিস সচিব হাশিম আহম্মদ। তিনি বলেন, বেসিস নির্বাহী পরিষদ (২০২৪-২৬) ও বেসিস সচিবালয়ের নিরলস প্রচেষ্টার ফসল হিসেবে বেসিস ১৪ অক্টোবর ২০২৪ তারিখে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই ডেস্ক-এর কার্যপ্রক্রিয়ার অনুমোদন পায়।

ইমেইলে জানানো হয়, বেসিসকে বাণিজ্য মন্ত্রণালয় বেসিস ডিবিআইডি (ডিজিটাল বিজনেস আইডি) ডেস্ক স্থাপন ও পরিচালনার দায়িত্ব দিয়েছে। ‘বেসিস ডিবিআইডি ডেস্ক’ হবে আবেদনকারীদের প্রাথমিক যোগাযোগের জায়গা, যেখান থেকে আবেদনকারীরা ডিবিআইডি আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয়তা ও প্রয়োজনীয় ডকুমেন্ট সম্পর্কে স্পষ্ট নির্দেশনা পাবেন। পাশাপাশি, এখানে আবেদনপত্রগুলো প্রাথমিকভাবে পর্যালোচনা করা হবে, যা ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে আবেদন বাতিলের হার হ্রাস করবে। 

বাংলাদেশের ডিজিটাল কমার্স ব্যবসা ও ই-কমার্সের ব্যাপকতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এই খাতে শৃঙ্খলা আনতে এবং ক্রেতা-বিক্রেতার মধ্যে বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরির লক্ষ্যে ‘ডিজিটাল বিজনেস আইডেন্টিটি’ বা ডিবিআইডি পদ্ধতি চালু করে বাণিজ্য মন্ত্রণালয়। ডিবিআইডি নিবন্ধনের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে, যার লক্ষ্য বাংলাদেশের বিক্ষিপ্ত ব্যবসাগুলোকে একত্রিত করে ব্যবসার তাৎক্ষণিক নিবন্ধন, বৈধতা এবং যাচাইকরণ সম্পূর্ণ করা। 

বেসিস জানিয়েছে, ডিবিআইডির প্রয়োজনীয়তা ও এর সুবিধাগুলো সম্পর্কে উদ্যোক্তাদের সচেতনতার অভাব, এবং অন্যান্য কারণে বর্তমানে ডিবিআইডি প্রাপ্তির সফলতার হার মাত্র ১৪%। উদ্ভূত পরিস্থিতিতে দেশের ডিজিটাল কমার্সের অগ্রযাত্রায় ভূমিকা রাখার লক্ষ্যে বেসিস পরিচালক বিপ্লব ঘোষ রাহুলের দিকনির্দেশনায় ‘বেসিস ডিবিআইডি ডেস্ক’ প্রতিষ্ঠার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে একাধিক চিঠি আদান-প্রদান, মন্ত্রণালয় এবং গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সাথে মিটিং আয়োজন করা হয়। 

এ বিষয়ে বিপ্লব বলেন, ১৫ জুলাই ‘বেসিস ডিবিআইডি ডেস্ক’ প্রতিষ্ঠার জন্য আমরা অনুমোদন পাই। পরবর্তীতে বেসিস ডিবিআইডি ডেস্কের কার্যপ্রক্রিয়া চূড়ান্ত করার উদ্দেশ্যে ২২ আগস্ট বেসিস অডিটোরিয়ামে একটি ‘স্টেকহোল্ডার কর্মশালা’ অনুষ্ঠিত হয়, যেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সরকারি, বেসরকারি এবং টেকনিক্যাল স্টেকহোল্ডারসহ বিভিন্ন উদ্যোক্তা এবং প্রণয়ন করা হয় বেসিস ডিবিআইডি ডেস্কের কার্যপ্রক্রিয়া। 
এই বিভাগের আরও খবর
সাইবার হামলা বিষয়ে গুগলের সতর্কতা

সাইবার হামলা বিষয়ে গুগলের সতর্কতা

যুগান্তর
ইন্টারনেটের দাম কমানোর প্রস্তাবনা আইআইজিএবির

ইন্টারনেটের দাম কমানোর প্রস্তাবনা আইআইজিএবির

বণিক বার্তা
ডিজিটাল কমার্সের জন্য চালু হলো ‘বেসিস ডিবিআইডি ডেস্ক’

ডিজিটাল কমার্সের জন্য চালু হলো ‘বেসিস ডিবিআইডি ডেস্ক’

ভোরের কাগজ
ছাপানো হলেও বিতরণ হয়নি দেড় কোটি স্মার্টকার্ড

ছাপানো হলেও বিতরণ হয়নি দেড় কোটি স্মার্টকার্ড

বিডি প্রতিদিন
দ্রুত কাজ করার পাশাপাশি ভালো মানের ছবি তুলতে পারে এই ফোন

দ্রুত কাজ করার পাশাপাশি ভালো মানের ছবি তুলতে পারে এই ফোন

প্রথমআলো
প্যাকেজের ভিড়ে বিভ্রান্ত গ্রাহক প্রতি গিগাবাইট ডাটা কখনো ৬ টাকা, কখনো ৪৯

প্যাকেজের ভিড়ে বিভ্রান্ত গ্রাহক প্রতি গিগাবাইট ডাটা কখনো ৬ টাকা, কখনো ৪৯

বণিক বার্তা
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া