বার্সেলোনার হয়ে অনেক ট্রফি জিতেছেন লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টিনার হয়ে সাফল্য পাননি সেভাবে। তাই আসন্ন কোপা আমেরিকায় ট্রফি জিততে ক্ষুধার্ত আর্জেন্টাইন সুপার স্টার।
অবশ্য ট্রফি জিততে মরিয়া হওয়ার পেছনের কারণটাও যৌক্তিক। অনেক দিন ধরে কোনও ধরনের ট্রফি জেতেনি আর্জেন্টিনা। সবশেষ তারা লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে রানার্সআপ হয়েছিল সেই ২০১৬ সালে। তাই এবার ঐক্যবদ্ধ হয়ে খেলার মন্ত্র জপছেন মেসি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ছয়বারের বর্ষসেরা ফুটবলার শুরুতে বলেছেন, ‘সবশেষ কোপা আমেরিকায় আমরা ভালো খেলার চেষ্টা করেছিলাম। কিন্তু সেটি ধরে রাখতে পারিনি। আমরা আরও উন্নতি করতে চাই।’
মেসির ট্রফি জিততে চাওয়ার আরেকটি কারণ বয়স। অবসরের আগে সম্ভবত এটাই তার শেষ কোপা আমেরিকা। এই কারণে ট্রফি জয়ের ক্ষুধাটা এখনও ধরে রেখেছেন তিনি, ‘আমরা সবসময় জিততে চাই, এটাই আমাদের লক্ষ্য। তরুণ-অভিজ্ঞরাও জয়ের জন্য উদগ্রীব। স্কালোনির দায়িত্ব নেওয়ার পর থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। এখন আমরা একটি দল হিসেবে তৈরি হচ্ছি।’
বিশ্বকাপ বাছাইপর্বে গত নভেম্বরে আর্জেন্টিনা দুটি ম্যাচ খেলেছিল। প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর পেরুকে হারিয়েছে ২-০ গোলে। এর পর করোনার কারণে আর খেলা হয়নি। তবে কোপা আমেরিকার আগে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বাছাইয়ের ম্যাচ রয়েছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়