বিপিএলের জন্য বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদের

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে নাম লিখিয়েছিলেন রিশাদ হোসেন। ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কত দিন তিনি খেলার সুযোগ পাবেন, সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল। কারণ বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্যস্ততায় বিগ ব্যাশে খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল রিশাদের।

পরে জানা যায়, আগামী ২১ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত এক সপ্তাহ হোবার্টে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন এই টাইগার লেগি। কিন্তু শেষ পর্যন্ত তার তাসমান পাড়ের দেশে যাওয়া হচ্ছে না আর। বিপিএলের কারণে বিগ ব্যাশে খেলা হচ্ছে না এই টাইগার লেগ স্পিনারের। বাংলাদেশের তরুণ লেগ স্পিনারের বদলি হিসেবে আফগানিস্তানের ওয়াকার সালামখিলকে দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স।

গত অক্টোবর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন সালামখিল। ১১ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এবার প্রথমবারের মতো বিবিএলে খেলতে পেরে উচ্ছ্বসিত এই আফগান স্পিনার। তিনি হারিকেনসে ছয়টি ম্যাচ খেলার পর সংযুক্ত আরব আমিরাতের আইএলটি২০-তে এমআই এমিরেটসের হয়ে যোগ দেবেন।

সালামখিল বলেন, ‘বিবিএলে খেলা সবসময়ই আমার স্বপ্ন ছিল। হারিকেনসের হয়ে প্রথম ছয় ম্যাচ খেলার সুযোগ পেয়ে আমি দারুণ রোমাঞ্চিত। নতুন সতীর্থ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।’

মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া সালামখিল ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের প্রথম টেস্ট জয়ে অবদান রেখেছিলেন। দুই ইনিংসেই দুটি করে উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এরপর থেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন এবং নিজের ভিন্নধর্মী বোলিং দিয়ে প্রতিপক্ষকে চমকে দিয়েছেন।

হোবার্ট হারিকেনসের হাই পারফরম্যান্স জেনারেল ম্যানেজার সালিয়েন বিমস বলেন, ‘ওয়াকার তরুণ প্রতিভাবান স্পিনার। তার বৈচিত্র্যপূর্ণ বোলিং আমাদের বোলিং আক্রমণকে সমৃদ্ধ করবে। যদিও রিশাদ হোসেনের সার্ভিস না পেয়ে আমরা হতাশ, ওয়াকার প্রথমার্ধে আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
এই বিভাগের আরও খবর
বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন

বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন

মানবজমিন
বিপিএলের জন্য বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদের

বিপিএলের জন্য বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদের

সমকাল
ছয় আঙুল দেখিয়ে লিভারপুল সমর্থকদের কী মনে করালেন গার্দিওলা

ছয় আঙুল দেখিয়ে লিভারপুল সমর্থকদের কী মনে করালেন গার্দিওলা

কালের কণ্ঠ
বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া আদায়ে আইনি পথে বিসিবি

বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া আদায়ে আইনি পথে বিসিবি

কালের কণ্ঠ
দুই দলই নিজেদের অবস্থানে অনড়, নীরব দর্শক আইসিসি

দুই দলই নিজেদের অবস্থানে অনড়, নীরব দর্শক আইসিসি

দৈনিক ইত্তেফাক
চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবকে লিস্টে রাখার কথা জানালেন বিসিবিপ্রধান

চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবকে লিস্টে রাখার কথা জানালেন বিসিবিপ্রধান

যুগান্তর
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া