পুরস্কার না জিতলেও কান-জয় বলাই যায়, কারণ প্রথম কোনও বাংলাদেশি ছবি হিসেবে ‘রেহানা মরিয়ম নূর’ স্থান পেলো এবারের কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে। ছবিটি সম্প্রতি অংশ নিয়েছে মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালেও। সেখানে গত ১৪ আগস্ট হলো টিকিটের মাধ্যমে অনলাইন স্ক্রিনিং।
অন্যদিকে গত দুদিন ধরেই ছবিটির জন্য ঢাকায় বসে দারুণ প্রশংসা উপভোগ করছিলেন এর প্রধান অভিনেত্রী আজমেরী হক বাঁধনসহ সংশ্লিষ্টরা। অবশেষে সবাই টের পেলেন এটা উৎসব-দর্শক প্রতিক্রিয়া নয়। ছবিটি চুরি হয়ে ছড়িয়ে পড়েছে অন্তর্জালে, হয়েছে ভাইরাল। ফেসবুক, ইউটিউব আর গুগল ড্রাইভের মাধ্যমে বুলেটের বেগে ছড়িয়ে পড়লো ‘রেহানা মরিয়ম নূর’। এমন ঘটনার প্রতিক্রিয়ায় বাঁধন বললেন, ‘আমি, সাদ, আমরা সবাই ভীষণ আপসেট হয়ে আছি। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।’
সোমবার বিকালে যোগাযোগ হলো ছবিটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবুর সঙ্গে। তিনি বলেন, ‘এখন আমি ডিবি অফিসে আছি। এখান থেকে বেরিয়ে কথা বলছি।’
তবে তার আগেই বাঁধন বললেন, ‘দুদিন ধরে অনেক মানুষের কাছ থেকে ছবিটা নিয়ে প্রশংসা শুনছিলাম। ১৫ আগস্ট পর্যন্ত আমি ভাবছিলাম মেলবোর্ন উৎসবের মাধ্যমে তারা ছবিটি দেখেছেন হয়তো। আজ সকালে আমি ছবিটির পাইরেটেড লিংক পাই। এবং নিশ্চিত হই চুরি হয়ে গেছে আমাদের প্রাণের ছবিটি। কিন্তু কীভাবে হলো আমি তো এসব কম বুঝি। আমি সঙ্গে সঙ্গে আমাদের টিমকে জানাই। বুঝতে পারলাম, তারা আমার আগেই টের পেয়েছে। এবং এটিকে থামানোর সর্বোচ্চ চেষ্টা করছে।’
এদিকে পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের শেষে ছবিটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু বাংলা ট্রিবিউনকে বললেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আমরা যথেষ্ট আন্তরিকতা ও সাহস পেয়েছি। তারা এই পাইরেসি রোধে এরমধ্যে মাঠে নেমেছেন। যে যে ইমেইল অথবা আইপি অ্যাড্রেসের মাধ্যমে ছবিটিকে ছড়ানো হচ্ছে তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। এখন দরকার মিডিয়ার সবার সহযোগিতা। কারণ, আমরা মানসিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় আছি।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়