মুক্তির পর থেকে ‘দরদ’ সিনেমার সঙ্গে সেভাবে সরাসরি পাওয়া যায়নি শাকিব খানকে। কারণ, নায়ক লম্বা সময় ব্যস্ত ছিলেন মুম্বাইয়ে ‘বরবাদ’ সেটে। ১৮ নভেম্বর ঢাকায় ফিরেছেন নায়ক। স্বস্তি প্রকাশ করেছেন ‘দরদ’র প্রতি দর্শকদের দরদ দেখে।
এরমধ্যে সিদ্ধান্ত নিলেন, ছবিটি নিজে গিয়ে হলে বসে দেখবেন। যেমনটা সচরাচর করেন না ঢালিউডের খান। এবার সেটি করতে যাচ্ছেন বেশ বড় পরিসরে। জানা গেছে, ২২ নভেম্বর সহকর্মীদের নিয়ে ছবিটি দেখবেন তিনি। এরজন্য একই সময়ে বুকিং দিয়েছেন রাজধানীর সিনেপ্লেক্সের তিনটি হল! অর্থাৎ একই সময়ে পাশাপাশি তিন হলে চলবে ‘দরদ’। তাতে অংশ নেবেন শাকিব খান ও তার সহকর্মীরা।
অনেকেই অনুমান করছেন, শাকিব খান বুঝি ঢালিউড সহকর্মীদের নিয়ে ছবিটি উপভোগ করবেন। অনুমানটি পুরোপুরি সত্য নয়। খানসূত্র জানায়, ছবিটি দেখার জন্য শাকিব খান মূলত বেছে নিয়েছেন তার ব্যবসায়িক সহকর্মীদের। শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক- হারল্যানের সৌজন্যে ‘দরদ’-এর এই স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। যেখানে মূলত অংশ নেবেন এই প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা, তবে সঙ্গে থাকছেন ঢালিউড সহকর্মীদের অনেকেই। এ কারণে সিনেপ্লেক্সের তিন হলের সব টিকিট এরমধ্যেই কিনে ফেলা হয়েছে।
জানা যায়, এদিন ছবিটি দেখে তার অনুভূতি ও সিনেমা কর্ম-পরিকল্পনা জানাবেন।
দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থবিরতা বিরাজ করলেও দর্শক সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিনেও ‘দরদ’ দেখতে যাচ্ছেন। এ কারণে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শাকিব বলেন, ‘‘প্রথমদিন থেকে ‘দরদ’ দেখতে প্রেক্ষাগৃহে ছুটে আসছে দর্শক। তাদের কাছে আমার অসীম কৃতজ্ঞতা। খেয়াল করছি বিভিন্ন সংবাদ মাধ্যমে ইন্টারভিউয়ে দর্শকদের অনুভূতি। সাধারণ দর্শকদের পাশাপাশি শাকিবিয়ানদেরও ‘দরদ’-ভরা ভালোবাসা।’’
১৫ নভেম্বর থেকে দেশের ৮৩ সিনেমা হলে চলছে ‘দরদ’। একই সঙ্গে চলছে আমেরিকা, মালদ্বীপসহ অন্যান্য দেশে। দেশ-বিদেশে মুক্তির প্রথমদিন থেকে দর্শকদের সাড়া পাচ্ছে মোটামুটি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়