মহামারির পর থেকে নারীকেন্দ্রিক সিনেমা পেতে সমস্যা হচ্ছে। কমেছে নারীকেন্দ্রিক সিনেমার হারও। সম্প্রতি এমনটিই দাবি করেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। যাকে একটা সময় একাধিক নারীকেন্দ্রিক সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা গেছে।
হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, ইশকিয়া, পা, কাহানি, দ্য ডার্টি পিকচারসহ একাধিক নারীকেন্দ্রিক ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন বিদ্যা বালান। কেড়েছেন সিনেমাপ্রেমীদের নজর। কিন্তু এবার সেই অভিনেত্রী জানালেন মহামারি এলো এবং তার পর সবটাই নাকি বদলে গেল।
তিনি বলেন, কমেছে নারীকেন্দ্রিক ছবির হার, সেই ছবিতে কাজ পাওয়াও কঠিন হয়ে উঠেছে। যদিও বিগত চার বছরে গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি, ক্রু, জিগরা ইত্যাদির মতো ছবি হয়েছে। তবু আলিয়া ভাটের জিগরা ছবিটিও সিনেমা হলে তেমন দর্শক টানতে পারেনি। কিন্তু বিদ্যার বিশ্বাস— এই অবস্থা শিগগিরই বদলে যাবে।
এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসের এক সাক্ষাৎকারে বিদ্যা বালান বলেন, মহামারির আগে বিষয়টি অনেক সহজ ছিল। কিন্তু এখন নারীকেন্দ্রিক ছবিতে কাজ পাওয়া একটু কঠিন হয়ে গেছে। তিনি বলেন, আমার মনে হচ্ছে— দুর্ভাগ্যজনক হলেও আমরা কয়েক ধাপ পিছিয়ে গেছি। ২০০৮ সালে আমি যখন ইশকিয়া করি, তখন তেমনভাবে কোনো নারীকেন্দ্রিক ছবি হয়নি— এক ব্ল্যাক ছাড়া। তারপর ধীরে ধীরে ছবিটা বদলাল। বিদ্যা বালান বলেন, নারীকেন্দ্রিক ছবি তৈরি হতে শুরু করে। ভালো ব্যবসাও করছিল ছবিগুলো। কিন্তু এখন আর সহজ নয় বিষয়টা। যদিও আমার বিশ্বাস— এটা একটা ফেজ মাত্র। সময় আজ না হয় কাল বদলে যাবেই। নারীকেন্দ্রিক যে গল্পগুলো আমরা বলতে চাই আবার বলতে পারব।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়