প্রযুক্তিপ্রেমী ভ্রমণকারীদের জন্যে দারুণ খবর। সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত বিলাসবহুল ভ্রাম্যমাণ হোটেল নির্মাণ করল জনপ্রিয় গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপ্পো । অস্ট্রেলিয়াতে চালু হওয়া বিশ্বের সর্বপ্রথম এই ৫জি প্রযুক্তিনির্ভর ভ্রাম্যমাণ স্মার্ট হোটেলটি আসলে একটি অব্যবহৃত শিপিং কন্টেইনারকে সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে ভবিষ্যতের হোটেলের আদলে গড়ে তোলা হয়েছে।
৫জি নেটওয়ার্ক এখন ও অনেক দেশেই আসেনি। কিন্তু দারুণ উন্নত এই সেবা আমাদের দৈনন্দিন জীবনে, বিশেষ করে ভ্রমণে আবাসন সুবিধার ক্ষেত্রে কী কী পরিবর্তন আনতে যাচ্ছে তারই একটি সরূপ তুলে ধরার লক্ষ্যে বিশ্বের সর্বপ্রথম ভ্রাম্যমাণ ৫জি স্মার্টহোটেল নির্মাণ করল অপ্পো। পুরো কন্টেইনার হোটেলটিতেই রয়েছে অপ্পো রেনো স্মার্টফোনের নানাবিধ প্রযুক্তির ব্যবহার।
এছাড়াও এতে আরো থাকছে ৫জি নেটওয়ার্ক এবং সর্বাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া। ভ্রাম্যমাণ এই কন্টেইনার হোটেলটি আগামী দীর্ঘ কয়েক মাস ঘুরে বেড়াবে অস্ট্রেলিয়া মহাদেশের নানা প্রদেশে। এই প্রমোদতরীর সর্বপ্রথম যাত্রায় সেবা পাওয়া যাবে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের ‘হোম অফ দ্য আর্টস’-হোটায়।
ভ্রাম্যমাণ এই হোটেলে থাকছে স্মার্টফোন অপ্পো ব্র্যান্ডটির উদ্ভাবিত নানা প্রযুক্তির মিশেলে তৈরি দারুণ সব আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম যা কিনা অনেক অংশেই ৫জি প্রযুক্তির উপর নির্ভরশীল।
কী কী থাকছে এই বিলাসবহুল হোটেলটিতে, চলুন এক নজরে দেখা নেয়া যাক-
স্মার্ট আয়না:
হোটেলে আগত অতিথিদের একটি আয়নার কাছে যে ধরণের চাহিদা থাকতে পারে, তার সবই রয়েছে এই হোটেলের স্মার্ট আয়নাতে। শুধু একটি স্মার্ট ডিভাইস এই আয়নায় সংযুক্ত করে নিলেই তাতে আধুনিক সব সংবাদ, স্টক মার্কেটের যাবতীয় সংবাদ, চলচ্চিত্র দেখা ছাড়াও আয়না থেকেই পাওয়া যাবে সেলফি তোলার জন্যে সবচেয়ে সহায়ক আলো।
উঁচুমানের গ্রাফিকস সংযুক্ত গেমস খেলার সুবিধা:
অপ্পো’র এই ভ্রাম্যমাণ প্রমোদতরীটিতে থাকছে বিশেষ ৫জি গেমিং স্যুট। এর মাধ্যমে উচ্চ সক্ষমতার গেমিং কম্পিউটারের সকল সুবিধাই পাওয়া যাবে হাতের মুঠোয়। এছাড়াও ৫জি এর উচ্চগতির ইন্টারনেট সুবিধার কারণে ভার্চুয়াল গেমিংয়ের ক্ষেত্রেও পাওয়া যাবে বিশেষ সুবিধা শুধুমাত্র হোটেলের বাসিন্দার জন্য।
হ্যান্ডস ফ্রি অ্যামিনিটিজ:
এই হোটেলে থাকা রেনো ৫জি স্মার্টফোনটি ‘গুগল হোম হাব’ এর সাথে সংযুক্ত থাকছে। যার কারণে এতে খুব সহজেই মিলবে স্মার্টহোমের সকল সুবিধা। অতিথিরা মুখে নির্দেশনা দেবার মাধ্যমেই বিভিন্ন ইলেকট্রনিক অ্যাপলায়েন্স নিয়ন্ত্রণ, ইউটিউবে পছন্দের ভিডিও দেখা, গুগলের বিভিন্ন সেবা শুধুমাত্র কথা বলেই গ্রহণ করতে সক্ষম হবেন।
অগমেন্টেড রিয়েলিটি:
হোটেলটিতে থাকছে অগমেন্টেড রিয়েলিটির বিভিন্ন অ্যাপলিকেশন যেমন- অপ্পো রেনো ৫জি এর সাথে ইন্টারেকটিভ ইন্ট্রোডাকশন, অগমেন্টেড রিয়েলিটির ওয়ার্ড্রোব যার মাধ্যমে অতিথিরা দেখতে পাবেন কোন পোশাকে কেমন দেখায় তাঁদের ইত্যাদি।
বাফারমুক্ত বিনোদন:
৫জি নেটওয়ার্ক এর গতি খুবই প্রবল যার ফলে যে যেকোনো রেজ্যুলেশনের ভিডিও কোনো বাফার ছাড়াই চালাতে সক্ষম অপো’র এই স্মার্ট হোটেলটিতে। হোটেলে থাকা বড়পর্দার টিভিতে যেকোনো রেজ্যুলেশনের নেটফ্লিক্স ভিডিও দেখার সুবিধা থাকছে।
৫জি নেটওয়ার্কের আগমনে বেশ বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে সাধারণ ঘর ও হোটেল স্মার্টহোম এবং স্মার্ট হোটেলে পরিবর্তন করার ক্ষেত্রে। ভবিষ্যতের হোটেল কেমন হতে চলেছে তারই সরূপ তুলে ধরতেই একটি ভ্রাম্যমান স্মার্টহোটেল চালুর মাধ্যমে জানাতেই এমন একটি উদ্যোগ হাতে নিয়েছে অপ্পো। ৫জি নেটওয়ার্ক এর বিভিন্ন সুবিধাদি তুলে ধরতে পর্যায়ক্রমে অন্যান্য দেশেও এমন উদ্যোগ নেবে অপ্পো ।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়