নভেল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে আফ্রিকার আটটি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে বেশ কয়েকটি দেশ। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে দক্ষিণ আফ্রিকাও। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ সিদ্ধান্তের বিষয়ে কঠোর নিন্দা জানিয়েছেন। অবিলমম্বে নিষেধাজ্ঞার প্রত্যাহার চাইছেন তিনি।
কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, গতকাল রোববার করোনার নতুন ধরন আবিস্কারের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া বৈজ্ঞানিকভাবে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট।
ওমিক্রন শনাক্ত হওয়ার পর জাতির উদ্দেশে দেয়া নিজের প্রথম ভাষণে সিরিল রামাফোসা বলেন, আমরা সেই দেশগুলোকে আহ্বান জানাই যারা দক্ষিণ আফ্রিকা ও আমাদের আশপাশের দেশগুলোয় ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোর অন্যায় বৈষম্যের শিকার হচ্ছে। এ সিদ্ধান্তের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। অবিলম্বে তাদের এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
তিনি আরো বলেন, এ নিষেধাজ্ঞার কারণে কেবল একটি ক্ষতিই বেশি হবে, আর তা হলো অর্থনীতি। যা মহামারী থেকে পুনরুদ্ধারের ক্ষমতাকে হ্রাস করবে।
ওমিক্রনের উদ্ভব ভ্যাকসিন বৈষম্যের ফল মন্তব্য করে সিরিল রামাফোসা আরো বলেন, জনগণকে সম্পূর্ণরূপে ভ্যাকসিনের আওতায় না আনা পর্যন্ত নতুন ভ্যারিয়েন্টে উদ্ভব রুখে দেয়া যাবে না। এ সময় দেশে ভ্যাকসিনের ঘাটনি নেই উল্লেখ করে নাগরিকদের তা গ্রহণের আহ্বানও জানান তিনি।
গত শুক্রবার ওমিক্রন শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত বেশ কয়েকটি দেশে এর উপস্থিতি পাওয়া গেছে। দেশগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, বতসোয়ানা, ইসরায়েল ও হংকং, অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডস।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়