অভিনয়শিল্পী সংঘের অন্তর্বর্তী প্রধান তারিক আনাম খান

অনেকটা আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনের মতোই ঘটছিলো অভিনয়শিল্পী সংঘের বর্তমান কমিটির পদত্যাগের দাবিটি। দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ নামের একটি ব্যানারে দেশের অর্ধশতাধিক অভিনয়শিল্পী ৫ আগস্টের পর প্রতিনিয়ত দাবি করে আসছিলেন, সংঘের সংস্কার তথা বর্তমান কমিটির বিলোপ করার জন্য।

অবশেষে সেই দাবির বিপরীতে শান্তিপূর্ণ সুরাহায় গড়ালো সংঘ। ১৮ সেপ্টেম্বর রাজধানীর একটি কনভেনশন সেন্টারে সংঘের বর্তমান কমিটি ডাক দেয় সাধারণ সভার। সেখানে সদস্যদের তোলা সংস্কারের দাবিতে বর্তমান কমিটিকে যেকোনও সিদ্ধান্ত নেয়া থেকে বিরত রেখে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি গঠন করা হয়েছে। চার মাস মেয়াদী নতুন এই কমিটির প্রধান হিসেবে দায়িত্বে থাকছেন তারিক আনাম খান। 

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সংঘের সদস্যরা।

শিল্পী সংঘের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যারা আওয়ামী লীগ সরকারের সমর্থনে ছিলেন, তাদের পদত্যাগের দাবি তুললেও কেউ পদত্যাগ করছেন না বলে জানা গেছে।

এ প্রসঙ্গে সংঘের নির্বাচিত সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, ‘‘সবার সব কথা শুনে শ্রদ্ধেয় তারিক আনাম খানকে প্রধান করে ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ নামে একটা কমিটি গঠন করা হয়েছে। শিল্পীদের নিয়ে তিনি আগামী চার মাস কমিটিতে থাকবেন এবং সংস্কারের জন্য কাজ করবেন। এরপর একটা নির্দিষ্ট সময় দেখে নির্বাচনের ঘোষণা করবেন।’’

তিনি জানান, ২১ সদস্যবিশিষ্ট কমিটির কেউই পদত্যাগ না করলেও এই চার মাস তারা তাদের দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন। কিন্তু তারা কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না। সেটা শুধু কমিটি প্রধান তারিক আনাম খানই পারবেন।
এই বিভাগের আরও খবর
আমি কি মুটিয়ে যাচ্ছি-প্রশ্ন ক্যাটরিনার, কী ছিল ভিকির জবাব?

আমি কি মুটিয়ে যাচ্ছি-প্রশ্ন ক্যাটরিনার, কী ছিল ভিকির জবাব?

যুগান্তর
অভিনয়শিল্পী সংঘের অন্তর্বর্তী প্রধান তারিক আনাম খান

অভিনয়শিল্পী সংঘের অন্তর্বর্তী প্রধান তারিক আনাম খান

বাংলা ট্রিবিউন
রাতেই ঘরে বসে দেখা যাবে ‘তুফান’

রাতেই ঘরে বসে দেখা যাবে ‘তুফান’

ভোরের কাগজ
বিয়ের আগেই অন্ত:সত্ত্বা হয়েছিলেন ‘বাহুবলী’র এই অভিনেত্রী, গর্ভপাতের জন্য চান ৭২ লক্ষ টাকা!

বিয়ের আগেই অন্ত:সত্ত্বা হয়েছিলেন ‘বাহুবলী’র এই অভিনেত্রী, গর্ভপাতের জন্য চান ৭২ লক্ষ টাকা!

জনকণ্ঠ
রোকেয়া প্রাচী ও অরুণা বিশ্বাসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

রোকেয়া প্রাচী ও অরুণা বিশ্বাসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

মানবজমিন
‘স্কুইড গেম’ কি নকল

‘স্কুইড গেম’ কি নকল

প্রথমআলো
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া