গাজীপুরের বিভিন্ন লোকেশনে চলছে প্রথম লটের চিত্রায়ণ। চলবে ৫ নভেম্বর পর্যন্ত। এ লটের চিত্রায়ণে অংশ নিয়েছেন আবুল কালাম আজাদ, সাজু খাদেম, ফারজানা ছবি, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবন্য, শাহাদাত হোসেন প্রমুখ। সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা পরীমনি।
গাজীপুরের কাপাসিয়া এলাকার একটি স্কুলে পাকিস্তানি আর্মি ক্যাম্পের সেট ফেলা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সেখানে শুটিং হয়েছে। পরীমনি দ্বিতীয় লটে এ সিনেমায় যুক্ত হবেন। এমনটাই জানিয়েছেন নির্মাতা অরণ্য আনোয়ার।
পরীমনিকে কেন চূড়ান্ত করলেন? এমন প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, ‘পরীমনির প্রতি এক ধরনের শ্রদ্ধা কাজ করেছিল বোট ক্লাবের ঘটনার পর। এর আগে পরীমনির ব্যাপারে ধারণা ছিল না। তার প্রতিবাদের বিষয়টি ভালো লেগেছে। নিজের অবস্থান ঠিক রাখার জন্য তিনি সাহস দেখিয়েছেন। তারপর থেকে তার প্রতি আলাদা একটা শ্রদ্ধা তৈরি হয়েছে। সব মিলিয়ে দেখলাম, পরীমনি এখন দেশের অন্যতম আলোচিত এবং প্রতিবাদী একটি চরিত্র। তখনই ভাবলাম, তাহলে পরীমনি কেন না? জামিনের পর পরীমনির সঙ্গে বসলাম, তিনি আগ্রহী হলো। তারপরই তাকে নিলাম।’
‘মা’ সিনেমায় মমিনুলের চরিত্র অভিনয় করছেন সাজু খাদেম। পাকিস্তানি আর্মির সহযোগী হিসেবে দেখা যাবে তাকে। জানতে চাইলে সাজু খাদেম বলেন, ‘১৯৭০’র নির্বাচন থেকে শুরু করে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর্যন্ত গল্প। পুরো দেশের অবস্থা একটি গ্রামের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমার চরিত্রের নাম মমিনুল। পাকিস্তানের স্বপক্ষের একটি দলের নেতা। গল্পে আমার তিন বউ।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়