অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে সাকিবের সঙ্গী হাসারাঙ্গা

দীর্ঘদিন থেকেই টি-টোয়েন্টি অলরাউন্ডারের শীর্ষস্থানটা দখলে রেখেছেন সাকিব আল হাসান। টেস্ট ও ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান হারানোর পর এই এক ফরম্যাটেই নিজের রাজত্ব টিকিয়ে রাখতে পেরেছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টারবয়। তবে এককভাবে আর শীর্ষে থাকা হচ্ছে না সাকিবের। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে সঙ্গী জুটেছে সাকিবের।

আইসিসির অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন এই লঙ্কান অলরাউন্ডার। বুধবার (১৫ মে) প্রকাশিত হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়েছেন তিনি।

২০২২ সালের সেপ্টেম্বরে মোহাম্মদ নবীকে পেছনে ফেলে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছিলেন সাকিব। তখন থেকেই নম্বর ওয়ান অবস্থান ধরে রেখেছেন সাকিব। তবে চলতি বছর মাত্র দুটি টি-টোয়েন্টি খেলেছেন সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সেই দুই ম্যাচেও বলার মতো কিছুই করতে পারেননি তিনি। 

লঙ্কান দলপতি ওয়ানিন্দু হাসারাঙ্গা বেশ কিছুদিন থেকেই সাকিবকে চ্যালেঞ্জ জানাচ্ছিলেন। এবার তো সাকিবের পাশেই এসে বসলেন। সাকিবের সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টির নম্বর ওয়ান অলরাউন্ডার এখন হাসারাঙ্গাও। সাকিবের সমান ২২৮ রেটিং পয়েন্ট হাসারাঙ্গারও।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে রান পাওয়ায় অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাও। ২১০ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে চার নম্বরে উঠেছেন রাজা।

হাসারাঙ্গা সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন চলতি বছর বাংলাদেশের বিপক্ষে। সিলেটে সেই ম্যাচে ব্যাট হাতে ১৫ রান করার পাশাপাশি বল হাতে ৩২ রান খরচ করে ২ উইকেট শিকার করেছিলেন। অন্যদিকে সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি০-টোয়েন্টিতে ব্যাট হাতে ১ রান করলেও বল হাতে ৩৫ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন। পরের ম্যাচেই ২১ রান করার পাশাপাশি মাত্র ৯ রান দিয়ে ১ উইকেট শিকার করেন।

এই বিভাগের আরও খবর
বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন

বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন

মানবজমিন
বিপিএলের জন্য বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদের

বিপিএলের জন্য বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদের

সমকাল
ছয় আঙুল দেখিয়ে লিভারপুল সমর্থকদের কী মনে করালেন গার্দিওলা

ছয় আঙুল দেখিয়ে লিভারপুল সমর্থকদের কী মনে করালেন গার্দিওলা

কালের কণ্ঠ
বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া আদায়ে আইনি পথে বিসিবি

বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া আদায়ে আইনি পথে বিসিবি

কালের কণ্ঠ
দুই দলই নিজেদের অবস্থানে অনড়, নীরব দর্শক আইসিসি

দুই দলই নিজেদের অবস্থানে অনড়, নীরব দর্শক আইসিসি

দৈনিক ইত্তেফাক
চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবকে লিস্টে রাখার কথা জানালেন বিসিবিপ্রধান

চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবকে লিস্টে রাখার কথা জানালেন বিসিবিপ্রধান

যুগান্তর
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া