ঈদে দেশের হলে মুক্তি পাওয়া ‘প্রহেলিকা’ এবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক জামাল হোসেন।
দীর্ঘ আট বছর পর এ সিনেমার মাধ্যমে আলোচনারত সৃষ্টি করেন অভিনেতা মাহফুজ আহমেদ। এই সিনেমায় মাহফুজের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন অভিনেত্রী বুবলি।
সিনেমার গান সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন তৈরি করেছে। শ্রুতিমধুর গান যেমন দর্শক টানছে, তেমনি মাহফুজ ও বুবলীর রসায়নে মুগ্ধ হচ্ছেন দর্শকরা, আর সেসবই লিখছেন সোশ্যাল প্ল্যাটফরমে। এভাবেই সিনেমাটির কথা ছড়িয়ে পড়ছে, দেশে বিদেশে।
চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার।
জানা গেছে, আগামী ৫ আগস্ট যাচ্ছে অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি হতে যাচ্ছে। ওই দিন ছবিটি একযোগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বড় বড় শহরগুলোতে মুক্তি পাবে বলে জানান প্রযোজক জামাল হোসেন। দেশের বাইরে সিনেমাটি ডিস্টিবিউশন করছে যথাক্রমে দেশি ইভেন্টস ও পথ প্রডাকশন।
জামাল হোসেন বলেন, ‘আগামী ৫ তারিখে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রহেলিকা মুক্তি দিচ্ছি।
ইতোমেধ্য সিডনি ও মেলবোর্ন শহরের হলগুলোর অগ্রিম টিকে ছাড়া হয়েছে। সেখানে প্রথম সপ্তাহের টিকেট ইতোমধ্যে সোল্ড আউট। আমরা আশা করছি সিনেমাটি এখানে বাংলাদেশের মতই সাড়া ফেলবে। শুরু থেকেই সিনেমাটি নিয়ে আমরা বেশ আশাবাদী ছিলাম। কারণ এটি সূস্থধারার একটি চলচ্চিত্র।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়