টুইটারের মালিকানা হাতে পাওয়ার পর ইলন মাস্ক যে পাগলামি শুরু করেছেন, এবার তার প্রতিক্রিয়া কোম্পানির বাইরে থেকেও আসতে শুরু করেছে। গতকাল সোমবার ইলন মাস্ক অভিযোগ করেছেন, ফোন কোম্পানি অ্যাপল তাদের আইওএস অ্যাপ স্টোর থেকে টুইটারের অ্যাপ প্রত্যাহার করার হুমকি দিয়েছে।
নিজের টুইটে ইলন মাস্ক বলেন, ‘অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে আমাদের টুইটার অ্যাপ তুলে নেওয়ার হুমকি দিয়েছে। কিন্তু তারা এ কথা বলেনি, ঠিক কী কারণে তারা এটা করতে চায়। বলা বাহুল্য, অ্যাপল সেটা করলে টুইটারের ব্যবসায় বড় ধরনের ধস নামবে।
আরেক টুইটে মাস্ক দাবি করেছেন, অ্যাপল টুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে। এটা অবশ্য তাঁর কাছে বাক্স্বাধীনতার প্রতি অ্যাপলের ঘৃণার বহিঃপ্রকাশ। আরেক টুইটে মাস্ক অ্যাপলের ব্যবসায়িক নীতির সমালোচনা করেছেন। বলেছেন, বড় বড় অ্যাপগুলোর কাছ থেকে অ্যাপল ৩০ শতাংশ লেনদেন মাশুল নিয়ে থাকে, যা তাঁর চোখে একধরনের সেন্সরশিপ।
অর্থাৎ অ্যাপলের সঙ্গে মাস্কের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। কিন্তু বাস্তবতা হচ্ছে, মুঠোফোন অ্যাপ্লিকেশনের পৃথিবীতে গুগল ও অ্যাপল সবচেয়ে বড় দ্বাররক্ষক। অর্থাৎ তাদের অ্যাপ স্টোর থেকেই ব্যবহারকারীরা মুঠোফোনের জন্য অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, টুইটার কেনার বেশ আগে মাস্কের মূল কোম্পানি টেসলার অবস্থা যখন ভালো যাচ্ছিল না, তখন তিনি কোম্পানিটি অ্যাপলের কাছে বিক্রি করার কথা ভেবেছিলেন; কিন্তু অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক তাঁর সঙ্গে বৈঠক করার সময়ই দেননি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়