আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পাকিস্তান। আইসিসি ইভেন্টটি এমন সময়ে আয়োজন করা হচ্ছে যার প্রভাব পড়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচিতে। বাধ্য হয়েই আগামী বছর পিএসএলের সূচি পেছানোর প্রস্তাব করা হয়েছে। আর সেটা বেছে নেওয়া হয়েছে আইপিএলের সময়ে! অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে সাংঘর্ষিক হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।
সাধারণত পিএসএল জানুয়ারি-ফেব্রুয়ারি কিংবা ফেব্রুয়ারি-মার্চে হয়ে থাকে। কিন্তু আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ফেব্রুয়ারি-মার্চে। ঠিক এই কারণেই আগামী বছর পিএসএলের জন্য সম্ভাব্য উইন্ডো বেছে নেওয়া হয়েছে ৭ এপ্রিল থেকে ২০ মে! ঠিক এই সময়েই চলমান থাকে আইপিএল। এই বছরই যেমন ২২ মার্চ শুরু হয়ে সেটা শেষ হবে ২৬ মে। তাতে এবারই প্রথম আইপিএল ও পিএসএল সাংঘর্ষিক হতে যাচ্ছে। দর্শকের উপস্থিতির ওপর হয়তো এর কোনও প্রভাব পড়ছে না। কিন্তু বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে ভীষণভাবে প্রভাব ফেলবে তা।
শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার ৬ ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে সভায় মিলিত হয়। যার আলোচ্য বিষয়ই ছিল আগামী মৌসুম নিয়ে। পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিটা পিএসএলের স্বাভাবিক সময়ে অনুষ্ঠিত হবে। তাই টুর্নামেন্টের উইন্ডো ২০২৫ সালে ৭ এপ্রিল থেকে ২০ মে’র মধ্যে হতে যাচ্ছে।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়