চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে গেল আরিফিন শুভ অভিনীত ছবি 'নূর'। সেন্সর বোর্ড সদস্যরা জানিয়েছেন, এরই মধ্যে 'নূর' ছবিটি দেখেছেন তাঁরা। গল্পও ভালো লেগেছে, কিন্তু নির্মাণে কিছু ত্রুটি দেখা গেছে। বিশেষ করে সংলাপ অস্পষ্ট এবং রংবিন্যাস, দৃশ্য ও শব্দ সংযোজন সন্তোষজনক নয়। সবকিছু মিলিয়ে সেন্সরে জমা পড়া ছবিটি অসম্পূর্ণ মনে হয়েছে তাঁদের। যে কারণে টেকনিক্যাল বিষয়গুলো সংশোধন করে আবার নতুন করে ছবিটি জমা দিতে বলা হয়েছে। এর পর তাঁরা ছাড়পত্র দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বিষয়টি এরই মধ্যে ছবি-সংশ্নিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে বলে সেন্সর বোর্ড সদস্যরা জানান।
'নূর' ছবির পরিচালক রায়হান রাফী জানান, এ বিষয়ে এখনও অফিসিয়াল কোনো কাগজ তাঁর হাতে এসে পৌঁছায়নি। কাগজ হাতে এলে জানা যাবে কোনো সংশোধনী আছে কিনা। যদি থাকে, তবে সেন্সর বোর্ডের দিকনির্দেশনা মেনেই কাজ করা হবে। 'নূর' ছবিতে নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করছেন আরিফিন শুভ।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়