চিত্রনায়িকা পরীমণিকে আবারো দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে। আদালতে রিমান্ড শুনানির সময় তাকে কাঁদতে দেখা গেছে এবং শুনানি শেষে বের করে নিয়ে আসার সময় তিনি চিৎকার করে বললেন, তিনি নির্দোষ। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে পরীমণিকে আদালতে হাজির করে তার বিরুদ্ধে মাদক আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। তবে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিতে কাঠগড়ায় আনা হলে অঝোরে কাঁদতে দেখা যায় পরীকে। শুনানি শেষে বের হওয়ার সময় পরীমণি চিৎকার করে বলেন, ‘আমি নির্দোষ, আমাকে ইচ্ছা করে ফাঁসানো হয়েছে। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।’
এ সময় তিনি এ ব্যাপারে সহযোগিতার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এরপরই তাকে আদালতের গারদখানায় নিয়ে যাওয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার (৫ আগস্ট) চিত্রনায়িকা পরীমণি ও চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করে
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়