আফগানিস্তানের হেরাতে খুলল মেয়েদের স্কুল, বইছে খুশির বন্যা (ভিডিও)

প্রায় তিনমাস পর আফগানিস্তানের হেরাত প্রদেশে মেয়েদের সব স্কুল খুলে দেওয়া হলো।

আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।

হেরাতের শিক্ষকদের নির্বাচিত কাউন্সিলের বরাতে খবরে বলা হয়, প্রায় তিনমাস পর হেরাত প্রদেশে মেয়েদের সব স্কুল পুনরায় খুলে দেওয়া হয়েছে।

এর আগে বেশ কয়েকমাস শুধু ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।  এখন সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব গ্রেডের মেয়ে শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হলো।

কাউন্সিলের বরাতে খবরে আরও বলা হয়, কাউন্সিল ও মেয়েদের স্কুলের কর্মকর্তাদের সঙ্গে ইসলামিক আমিরাতের স্থানীয় কর্মকর্তাদের প্রায় মাসব্যাপী আলোচনার পর স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের মাধ্যমে প্রায় তিন লাখের বেশি ছাত্রী তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।

কাউন্সিলের প্রধান মুহাম্মদ সাবির বলেন, পূর্বে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্রীরা স্কুলে যেতে পারত। এখন সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীরাও স্কুলে যেতে পারবে। এ সিদ্ধান্তের নেওয়ার পূর্বে প্রায় আড়াই লাখ থেকে তিন লাখ ছাত্রী শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হচ্ছিল।

এদিকে ছাত্রীরা স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্তে অত্যন্ত খুশি।

মাইসারা ওয়াফা নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলেন, যখন স্কুল বন্ধ ছিল তখন আমরা আমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারছিলাম না। এতে খুবই হতাশ ছিলাম। এখন স্কুলগুলো খুলে যাওয়ার কারণে আমরা নতুন আশা খুঁজে পেয়েছি। 

একাদশ শ্রেণির অপর এক শিক্ষার্থী শানাজ হাইদারি বলেন, আমরা খুবই খুশি যে, আমাদের স্কুলগুলো আবার খুলে দিয়েছে এবং আমরা পড়াশোনা চালিয়ে যেতে পারব।

শুধু শিক্ষার্থীরা নয়, শিক্ষকরাও খুশি স্কুল খুলে যাওয়ার কারণে। তবে তাদের জন্য কষ্টের বিষয় হলো প্রায় চার মাস ধরে তারা কোনো ধরনের বেতন পাচ্ছেন না। ফলে তাদের অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করতে হচ্ছে।

সুহাইলা শরীফ নামের এক শিক্ষক বলেন, আমরা আশা করি, মেয়েদের স্কুলগুলো আর বন্ধ হবে না। একই সঙ্গে আমাদের শিক্ষকতার ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা হবে না।
এই বিভাগের আরও খবর
‘আমরা কি মানুষ না’—ইসরায়েলের তাণ্ডবে বৈরুতবাসীর ক্ষোভ

‘আমরা কি মানুষ না’—ইসরায়েলের তাণ্ডবে বৈরুতবাসীর ক্ষোভ

প্রথমআলো
প্রেসিডেন্ট ও স্পিকারকে খুন করতে গুপ্তঘাতক ঠিক করেছি

প্রেসিডেন্ট ও স্পিকারকে খুন করতে গুপ্তঘাতক ঠিক করেছি

সমকাল
নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের

নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের

নয়া দিগন্ত
সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

দৈনিক ইত্তেফাক
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

বণিক বার্তা
ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

প্রথমআলো
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া