আফগানিস্তানে শিয়া মসজিদে বোমা হামলা, নিহত ৩৭

আফগানিস্তানে আবারো জুমার নামাজের সময় শিয়া মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের বিবি ফাতিমা মসজিদে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৩৭ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ৭০-এর বেশি। তাত্ক্ষণিক কেউ হামলার দায় স্বীকার না করলেও প্রত্যক্ষদর্শীরা বলছেন, এটি ছিল আত্মঘাতী হামলা। খবর বিবিসি।

মসজিদটি শিয়া ধর্মাবলম্বীদের জন্য শহরের সবচেয়ে বড় মসজিদ। শুক্রবার জুমার নামাজ পড়তে সেখানে বিপুলসংখ্যক মুসল্লি জমায়েত হন। এ সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এএফপি জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা মোট তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এগুলোর একটি প্রধান ফটকে, একটি ওজুখানায় ও অন্যটি মসজিদের দক্ষিণ দিকে। মুর্তজা নামের আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, চারজন আত্মঘাতী হামলাকারী মসজিদের ভেতরে এসব বিস্ফোরণ ঘটায়। তাদের মধ্যে দুজন নিরাপত্তা ফটকে সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এ সুযোগে অন্য দুজন মসজিদের ভেতর প্রবেশ করে এবং জামাত চলা অবস্থায় বিস্ফোরণ ঘটায়। ওই মসজিদে সাধারণত ৫০০ মানুষ একসঙ্গে নামাজ পড়েন। হামলার সময় মসজিদটি মুসল্লিতে পরিপূর্ণ ছিল বলেও জানান ওই প্রত্যক্ষদর্শী।

বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিধ্বস্ত মসজিদের ভেতরে পড়ে আছেন বহু রক্তাক্ত মুসল্লি। মসজিদের মেঝেও রক্তে রঞ্জিত।

হাসপাতাল সংশ্লিষ্টরা জানিয়েছেন, হতাহতদের বিপুল উপস্থিতিতে হাসপাতাল আঙিনা ভরে উঠেছে। একের পর এক মৃতদেহ প্রবেশ করেছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারী সাইদ খোস্তি এক টুইটার বার্তায় বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কান্দাহার প্রদেশের প্রথম জেলায় ভ্রাতৃপ্রতিম শিয়া মসজিদে বোমা হামলায় অনেকে শহীদ হয়েছেন। অনেকে আহত হয়েছেন। ঘটনার পর পরই বিষয়টি খতিয়ে দেখতে তালেবানদের প্রতিনিধি দল পাঠানো হয়েছে। এর পেছনে কারা জড়িত তা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র।
এই বিভাগের আরও খবর
যে কারণে পাকিস্তানকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

যে কারণে পাকিস্তানকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

জনকণ্ঠ
ইউক্রেনের ৫০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ইউক্রেনের ৫০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ভোরের কাগজ
আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

মানবজমিন
ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

কালের কণ্ঠ
রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

যুগান্তর
ইসরাইলে হামলার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইইউ'র নতুন নিষেধাজ্ঞা, কী বলছে রাশিয়া

ইসরাইলে হামলার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইইউ'র নতুন নিষেধাজ্ঞা, কী বলছে রাশিয়া

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়