এক সপ্তাহের কম সময়ের মধ্যে আবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। আজ বুধবার দেশটির মূল ভূখণ্ড থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে।
গত সোমবারই নতুন একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর খবর প্রকাশ করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ। ক্ষেপণাস্ত্রটি ১ হাজার ৫০০ কিলোমিটার বা ৯৩০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানানো হয়।
নতুন দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর এক বিবৃতিতে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফস। সেখানে জানানো হয়, উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্র দুটি উত্তর কোরিয়ার পূর্ব সমুদ্র উপকূলে গিয়ে পড়ে। বিষয়টি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো খতিয়ে দেখছে। তবে ক্ষেপণাস্ত্রগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি ওই বিবৃতিতে।
এমন সময় উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল, যখন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থান করছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। একে চীনের প্রতি উত্তর কোরিয়ার একটি সংকেত বলে মনে করছেন বিশ্লেষকেরা। দেশটির সঙ্গে চীনের নিবিড় বাণিজ্যিক ও সহায়তার সম্পর্ক রয়েছে। তবে এ মুহূর্তে সেই সম্পর্ক কিছুটা শীতল।
এদিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর সামনে আসার আগেই ওয়াং ই বলেন, কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা আনতে এ অঞ্চলের দেশগুলো সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। উত্তর কোরিয়া ছাড়া এই অঞ্চলের অন্য দেশগুলোও সামরিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে উল্লেখ করে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আলোচনা চালিয়ে যেতে আমাদের সবার একসঙ্গে কাজ করতে হবে।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়