জাপান সাগরে নতুন করে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং-উন নৌবাহিনীর একটি ইউনিটে হাজির হয়ে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। আজ সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বড় পরিসরে সামরিক মহড়া শুরুর প্রাক্কালে পিয়ংইয়ং এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে কেসিএনএ।
বলা হয়েছে, ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পর্যবেক্ষণের জন্য জাপান সাগরে (পূর্ব সাগর নামেও পরিচিত) নিজেদের নৌবাহিনীর একটি জাহাজে গেছেন কিম জং-উন। সেখানে তিনি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মহড়া পরিদর্শন করেছেন।
তবে কখন কিম জং-উন নিজেদের নৌবাহিনীর ইউনিট পরিদর্শন করেছেন এবং উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রের ধরন সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত কিছু উল্লেখ করেনি কেসিএনএ। তবে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি আগে থেকে ঠিক করে রাখা লক্ষ্যে সফলভাবে আঘাত করেছে।
দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, কেসিএনএর এই প্রতিবেদন অতিরঞ্জিত। এতে অনেক অসংগতিও রয়েছে। সিউলের জয়েন্ট চিফস অব স্টাফের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিষয়টি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা আগে থেকে শনাক্ত করা সম্ভব হয়েছে।
বার্ষিক উলচি ফ্রিডম শিলড সামরিক মহড়া শুরু করবে ওয়াশিংটন ও সিউল। যৌথ এই সামরিক মহড়া আজ থেকে শুরু হবে, চলবে ৩১ আগস্ট পর্যন্ত। পারমাণবিক শক্তিসমৃদ্ধ উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির পরিপ্রেক্ষিতে এই যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়