ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের মঞ্চে খেলার মাঝেই চমক দিয়েছিলেন বলিউডের পারফেকশনিস্ট আমির খান। ম্যাচের মাঝখানে টেলিভিশনে প্রকাশিত হয়েছিল আমিরের বহুল আলোচিত সিনেমা লাল সিং চাড্ডার ট্রেলার। ট্রেলার প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছিলেন আমির-কারিনা। বলতে গেলে, অনেক বছর পর সিনেমা দিয়ে আলোচনায় এসেছেন আমির। আবার সন্তান জন্ম দেয়ার পর এই সিনেমা দিয়ে পর্দা কাঁপাবেন কারিনা।
কিন্তু এত এত প্রশংসার পরেও হঠাৎ করেই বয়কটের ডাক এল এই সিনেমা নিয়ে। অনেকে আবার নিন্দায় মুখর হয়েছেন। এক নয়, একাধিক কারণ দেখিয়ে আমির খান ও কারিনা কাপুরের ছবি বয়কটের ডাক দেয়া হয়েছে। ২০১৫ সালে সাম্প্রদায়িক অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন আমির। আর সেটাকেই ইস্যু করে মূলত ছবি বয়কটের ডাক দিয়েছেন একজন।
শুধু এক কারণ নয়, বরং আমির ও কারিনার একাধিক মন্তব্য টেনে সিনেমা না দেখার কথা জানানো হয়েছে। শিবে দুধ ঢালার বদলে তা দিয়ে দুস্থ শিশুদের ক্ষুধা মেটানোর পরামর্শ দিয়েছিলেন আমির। অন্যদিকে কারিনা কাপুর বলেছিলেন, আমাদের ছবি দেখবেন না। কাউকে ছবি দেখতে বাধ্য করা হয় না সেই মন্তব্যের উল্লেখ করেও ‘লাল সিং চড্ডা’ বয়কট করার ডাক দেওয়া হয়েছে।
আমির তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে দেখা করার প্রসঙ্গ টেনেও কটাক্ষ করা হয়। একাধিক টুইট করা হয়েছে ‘বয়কট লাল সিং চড্ডা’ হ্যাশট্যাগ দিয়ে। অবশ্য অনেকেরই পছন্দ হয়েছে ‘লাল সিং চড্ডা’র ট্রেলার। ২৪ ঘণ্টার মধ্যে পঁচিশ কোটির বেশি মানুষ দেখে ফেলেছেন ২ মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিওটি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়