বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফ যখন নিজের শারীরিক গঠন নিয়ে বারবার অনুযোগ করতেন তখন তার স্বামী অভিনেতা ভিকি কৌশলের প্রতিক্রিয়া কেমন ছিল এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই তা জানিয়েছেন। ‘ইন কনভারসেশন উইথ কে বিউটি অ্যান্ড হুডা কাত্তান’-এ বিউটি ব্লগার এবং উদ্যোক্তা হুডা কাত্তানের সঙ্গে কথোপকথনের সময় ক্যাটরিনা এ বিষয়ে কথা বলেন।
ওই সাক্ষাৎকার নিজের বিজনেস মডেল সম্পর্কে জানতে চাইলে ক্যাটরিনা বলেন, আমি সব সময় একটা কথা বিশ্বাস করি, যেটা করছি সেটা মন থেকে করতে না পারলে সেই কাজে উৎসাহ থাকে না। কয়েক মুহূর্ত সাময়িকভাবে উদ্যম নিয়ে কাজ করলেও তা সহজেই শেষ হয়ে যায়। তাই ব্যবসা শুরু করার আগে বহুবার ভেবেছিলাম, যা করতে চলেছি তা নিয়ে সমান উদ্যমে এগিয়ে যেতে পারব কিনা। তা হলেই ব্যবসায় নামব এবং যারা নতুন ব্যাবসা শুরু করতে চাইছেন, তাদেরও পরামর্শ দেব যে যদি মন থেকে উৎসাহ অনুভব করেন তাহলেই ব্যবসা শুরু করুন।
তিনি বলেন, নতুন কিছু করার সুযোগ থাকলে তবেই ব্যবসায় নামবো। আমি সত্যিই বিশ্বাস করেছিলাম যে ‘কে বিউটি’-এর সঙ্গে আমাদের নতুন কিছু করার আছে। আমি এটা নিয়ে সত্যি উত্তেজিত ছিলাম। যারা সাজতে ও সাজাতে ভালোবাসেন সেই সৌন্দর্য প্রেমীদের জন্য নতুন কিছু নিয়ে আসব এটাই আমার ইচ্ছা ছিল।
ক্যাটরিনা আরও বলেন, ‘ইটস কে টু বি ইউ’-এর পিছনের পুরো আইডিয়াটা এসেছিল ভিকির সঙ্গে কথা বলতে বলতে। একটা সময় আমার জীবনে এসেছিল যখন আমি বসে থাকতাম বা আমার স্বামীর সঙ্গে কথা বলতাম কিংবা কোনো ইভেন্টের জন্য তৈরি হতাম সব সময় নিজের শারীরিক গঠন নিয়ে ভাবতাম। অভিযোগ করতাম নিজেকে নিয়ে, বলতাম আমি নিজেকে এইভাবে দেখে খুশি নই, আমার ওজন বেড়েছে এবং আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না।
অভিনেত্রী বলেন, আমার এমন সব কথা শুনে ভিকি মানে আমার স্বামী বলতেন, তুমিই কি সেই যাকে আমি চিনতাম? তুমি সে নও। তুমি সবাইকে বলতে, ‘তুমি তোমার মতো থাকো’, ‘তুমি যেমন আছো ঠিক তেমনই থাকো’ ওর কথা শুনে আমি তাকিয়ে থাকি। আর তখনই আমার আগের কথা, আমার নিজের বলা কথা মনে পড়ে যায়। আর সেখান থেকেই আমি আমার ব্র্যান্ড শুরু করেছি। কারণ আমার নিজেকেও ঠিক রাখতে হবে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়