আরব জোটকে যুদ্ধবিরতি কাজে লাগানোর আহ্বান হাউছিদের

ইয়েমেনে ইরান সমর্থিত হাউছি বিদ্রোহীদের প্রধান আবদুল মালিক আল-হাউছি দেশটিতে চলমান সহিংসতা বন্ধে তাদের ঘোষিত তিন দিনের যুদ্ধবিরতিকে কাজে লাগানোর জন্য সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোটের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার ইয়েমেনের রাজধানী সানা থেকে এক টেলিভিশন ভাষণে এই আহ্বান জানান তিনি।

টেলিভিশন ভাষণে তিনি বলেন, ‘ইয়েমেনে আগ্রাসন চালানো কোনো দেশেরই সুযোগ নেই আমাদের প্রতিশোধের আক্রমণ থেকে রেহাই পাওয়ার এবং বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার। যদি না তারা হামলা বন্ধ করে, অবরোধ উঠিয়ে নেয় ও দখলদারিত্বের শেষ করে।’

যুদ্ধবিরতির সুযোগ না হারানোর জন্য সতর্ক করে হাউছি প্রধান বলেন, ‘আপনারা এই সুযোগ হারালে তার জন্য আফসোস করবেন।’

এর আগে শনিবার হাউছিদের পক্ষ থেকে সৌদি নেতৃত্বের আরব জোটের সাথে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

তবে আরব জোটের পক্ষ থেকে এর কোনো প্রত্যুত্তর দেয়া হয়নি।

যুদ্ধবিরতি ঘোষণার এক দিন আগে শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদ, বন্দরনগরী জেদ্দা, জিজান, নাজরান, রাস তানুরা ও রাবেগে হামলা চালায় হাউছিরা। হামলায় অবশ্য কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এর জবাবে শনিবার হাউছি যোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানা ও লোহিত সাগর তীরবর্তী হোদাইদায় বিমান হামলা চালায় আরব জোট। আরব জোটের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে বলে জানায় হাউছিরা।

এরপরই হাউছিদের পক্ষ থেকে যুদ্ধবিরতির ঘোষণা আসে। তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা হলেও তা কবে কখন শেষ হচ্ছে, তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

২০১১ সালে আরব বসন্তের পরিপ্রেক্ষিতে জনগণের বিক্ষোভের জেরে ইয়েমেনে দীর্ঘদিনের স্বৈরশাসক আলী আবদুল্লাহ সালেহ সরকারের পতন ঘটে। নতুন প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদি দায়িত্ব নেন। নতুন সরকার গঠন হলেও ইয়েমেনের বিভিন্ন পক্ষের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত থাকে।

বিবাদমান পক্ষগুলোর দ্বন্দ্বের জেরে ২০১৪ সালের শেষে ইরান সমর্থিত উত্তর ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করলে প্রেসিডেন্ট হাদি সৌদি আরবে আশ্রয় নেন। ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বের জোট হাউছিদের বিরুদ্ধে ইয়েমেনে আগ্রাসন করলে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের মুখে পড়ে আরব উপদ্বীপের দরিদ্রতম দেশটি।

সাত বছরের বেশি চলমান এই যুদ্ধে হাউছি বিদ্রোহীরা রাজধানী সানাসহ উত্তর ইয়েমেন নিয়ন্ত্রণে রাখে। অপরদিকে সৌদি জোটের সহায়তায় আবদ রাব্বু মানসুর হাদি দক্ষিণের বন্দরনগরী এডেনকে কেন্দ্র করে দক্ষিণ ইয়েমেনে সরকার প্রতিষ্ঠা করেন।
এই বিভাগের আরও খবর
আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

মানবজমিন
ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

কালের কণ্ঠ
রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

যুগান্তর
ইসরাইলে হামলার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইইউ'র নতুন নিষেধাজ্ঞা, কী বলছে রাশিয়া

ইসরাইলে হামলার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইইউ'র নতুন নিষেধাজ্ঞা, কী বলছে রাশিয়া

নয়া দিগন্ত
সৌদি আরব ও প্রতিবেশী দেশে কবে ঈদ হতে পারে জানালেন জ্যোতির্বিদেরা

সৌদি আরব ও প্রতিবেশী দেশে কবে ঈদ হতে পারে জানালেন জ্যোতির্বিদেরা

প্রথমআলো
বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়