পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে যেকোনোভাবে ক্ষমতা থেকে সরানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)। অনাস্থা ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষে জাতীয় পরিষদের ১৬১ জন সদস্যের সমর্থন আসার পর তারা এ প্রতিক্রিয়া জানিয়েছে। মঙ্গলবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর নিশ্চিত করেছে।
ডনের প্রতিবেদনে বলা হয়, সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপনের পর অধিবেশন ৩১ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়। গত এর আগে শুক্রবার অনাস্থা প্রস্তাবের কথা থাকলেও তা গতকাল সোমবার পর্যন্ত স্থগিত করা হয়। সোমবার জাতীয় পরিষদে ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব দেন পাকিস্তানের বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ।
সোমবার অনাস্থা ভোটে ১৬১ জন সদস্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের পক্ষে ভোট দেন। দেশটির জাতীয় পরিষদের নিয়ম অনুযায়ী এ ধরনের প্রস্তাব গৃহীত হওয়ার জন্য অন্তত ২০ ভাগ সংসদ সদস্যের অনুমতি প্রয়োজন। ফলে অনাস্থা ভোটের প্রস্তাবটি গৃহীত হওয়ার জন্য ৬৮ জন সদস্যের সম্মতি প্রয়োজন ছিল।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়