এই মীর সাব্বিরকে আম্নুষ কখনো দেখেনি, তার সম্পর্কে মানুষের সমস্ত ধারণা ভুল হয়ে যাবে। এমঙ্কী আমার ধারণা ছিল না, আমি ঠিক চিনতে পারিনি এই মীর সাব্বিরকে। একদম অদ্ভুদ, আলাদা, প্রাকৃতিক একজন মীর সাব্বিরকে আবিস্কার করবেন মানুষকে। আমি নিশ্চিত এই সিনেমার কথা মানুষের মুখে ছড়িয়ে অনেকদূর যাবে।
কেন? মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী যেন সাবলীলভাবে অনাগত দিনটাকে দেখতে পাচ্ছিলেন, এমনভাবেই ফোনের ও প্রান্ত থেকে বলে যাচ্ছিলেন 'রাত জাগা ফুল' সম্পর্কে।
বছরের শেষদিন মুক্তি পাচ্ছে মীর সাব্বির পরিচালিত প্রথম ছবি ‘রাত জাগা ফুল’। বৃহস্পতিবার দুপুরে অভিনেতা মীর সাব্বির কালের কণ্ঠকে জানালেন, স্টার সিনেপ্লেক্সসহ দেশের মোট ২৫টি হলে সিনেমাটি মুক্তির বিষয়ে চূড়ান্ত হয়েছে।
২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পায় 'রাত জাগা ফুল'। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য মীর সাব্বির নিজেই লিখেছেন। এতে অভিনয় করেছেন, ফজলুর রহমান বাবু, আবু হুরায়রা তানভীর ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী।
ঐশী কালের কণ্ঠকে বলেন, 'ছবিটির শুটিং হয়েছে ঢাকা ও এর আশেপাশের এলাকায়। এছাড়াও একটা বড় অংশের শুটিং হয়েছে বরগুনায়। বাংলাদেশে এতো চমৎকার জায়গা আছে, চোখ না মেললে হয়তো জানা সম্ভব না। আমি বরিশালের মেয়ে কখনো বরগুনা যাইনি। কিন্তু এই ছবির কারণে যেতে হয়েছে। দু চোখ মেলে উপভোগ করেছি সৌন্দর্য। সিনেমার কাহিনির সঙ্গে নিজেকে কখন যে মিলিয়ে নিয়েছি টের পাইনি।'
ছবিটি নিয়ে মীর সাব্বির বলেন, 'এই ছবির গল্প মাথার উপর দিয়ে যাবে না। রোমান্টিক একটা গল্প। দেশের গল্প, প্রকৃতির গল্প। ছবিটা দেখার পর মনে হবে সুন্দর একটা গল্প দেখলাম। সিনেমাতে যা যা থাকার দরকার তার সবই এতে আছে। আমি দর্শকদের তৃপ্তি দিতেই রাত জাগা ফুল বানিয়েছি।'
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়