এবারের এমডাব্লিউসির চমক

লেনোভো-মটরোলার গুটিয়ে রাখা ডিসপ্লে
নমনীয় প্লাস্টিকের ডিসপ্লে ভাঁজ না করে গুটিয়ে রাখা যায় কি না, সেটা নিয়ে বেশ কিছু প্রতিষ্ঠান বহুদিন ধরেই পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এবার লেনোভো ও তাদের সাব-ব্র্যান্ড মটরোলা ল্যাপটপ ও ফোনে এই প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে। দুটি ডিভাইসই সহজে বহনযোগ্য, ছোটখাটো চেসিসে তৈরি। ল্যাপটপটির ডিসপ্লে মাত্র ১২ ইঞ্চি, আর ফোনটির মাত্র ৫ ইঞ্চি। দুটি ডিভাইসেরই ডান পাশে থাকা বাটনে চাপ দিলে ডিসপ্লেগুলো মোটরের সাহায্যে ভাঁজ খুলে ১৫.৭ ও ৬.৭ ইঞ্চি ডিসপ্লেতে পরিণত হবে। প্রযুক্তিটি ল্যাপটপে বেশি চমকপ্রদ, ভাঁজ খুললে ১৬ঃ৯ অনুপাতের দুটি ডিসপ্লের সমান হয়ে যায় তার একক ডিসপ্লে। ফলে দুটি প্রগ্রামে একসঙ্গে কাজ করতে সমস্যা হবে না বলে দাবি লেনোভোর। ফোনে প্রযুক্তিটির তেমন প্রয়োজন এখনো নেই, তবে বাজারের বাকি সব ফোনের চেয়ে এটি দেখতে একেবারেই আলাদা। দুটি ডিভাইসই বাজারে আসবে বলে জানিয়েছে লেনোভো, তবে কবে নাগাদ বা দাম কেমন হবে তা জানায়নি।

নতুন সব ফোন
শাওমি, অনার, টেকনো, নকিয়াসহ বেশ কিছু প্রতিষ্ঠান তাদের নতুন সব ফোনের পসরা সাজিয়ে ছিল এবারের আয়োজনে।

শাওমি : শাওমি তাদের ফোনের নামে ‘মি’ ব্র্যান্ডিং বাতিল করে নতুন দুটি ফ্ল্যাগশিপ শাওমি ১৩ ও শাওমি ১৩ প্রো আন্তর্জাতিক বাজারে উন্মোচন করেছে। ফোন দুটিতেই থাকছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, যা সনির তৈরি এবং সফটওয়্যারের ডিজাইন লাইকার। চার্জিং গতি ১৩-এর ৬৭ ওয়াট, আর ১৩ প্রো পাচ্ছে ১২০ ওয়াট। মূল্য শুরু এক লাখ টাকা থেকে।

অনার : অনারের নতুন ফ্ল্যাগশিপ ম্যাজিক ৫ প্রো চমকপ্রদ ডিজাইনে দর্শনার্থীদের নজর কেড়েছে। ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, এইচডিআর১০+ কনটেন্টের জন্য আলাদা ডিসপ্লে প্রসেসর, ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা এবং আলট্রা ওয়াইড ক্যামেরা, সঙ্গে ১০০এক্স জুম পেরিস্কোপ ক্যামেরাও থাকছে। মূল্য শুরু হবে এক লাখ ২০ হাজার টাকা থেকে। এর পাশাপাশি তারা ম্যাজিক ভিএস নামে একটি বড় আকৃতির ফোল্ডেবল ফোনও এনেছে, যার মধ্যে থাকছে একই ক্যামেরা সেন্সর কিন্তু প্রসেসরটি স্ন্যাপড্রাগন ৮+ জেন ১। সেটার মূল্য শুরু দেড় লাখ টাকা থেকে।

টেকনো : সাশ্রয়ী মূল্যের ফোনের জন্য সমাদৃত টেকনোও ফোল্ডেবল ডিভাইস নিয়ে হাজির হয়েছিল। ফ্যান্টম ভি ফোল্ড নামের ডিভাইসটিতে তারা মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্লাস প্রসেসর ব্যবহার করেছে, পেছনে দিয়েছে তিনটি ক্যামেরা। ডিজাইন ও ইন্টারফেস অনেকটাই গ্যালাক্সি ফোল্ডের মতো। তবে এর দাম ও বাজারে আসার তারিখ জানা যায়নি।

এইচএমডি গ্লোবাল : দীর্ঘদিন ধরে অ্যানড্রয়েড ফোন বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টায় থাকা জি২২ নামে একটি ফোন তারা উন্মোচন করেছে। ফোনটি খুব সহজেই মেরামত করা সম্ভব। মূল্যও বেশ নাগালের মধ্যে, ১৮ হাজার টাকা থেকে শুরু। তবে স্পেসিফিকেশন মামুলি, মূলত যাদের হাতে বারবার ফোন নষ্ট হয় তাদের জন্যই জি২২ মানানসই।

টিসিএল : ফোনের পাশাপাশি ট্যাবলেট নিয়েও হাজির হয়েছিল টিসিএল। তাদের নেক্সটপেপার ১১ ট্যাবলেটের বিশেষত্ব, কাগজের মতো ম্যাট পৃষ্ঠের ডিসপ্লে, যা ম্যাগাজিন বা খবরের কাগজের মতোই লাগবে দেখতে ও ধরতে। মূল্যও কম, ২৫ হাজার টাকা থেকে শুরু।

ডিসপ্লের সুরক্ষায় প্লাস্টিক
শতভাগ রিসাইকল করা প্লাস্টিক থেকে তৈরি স্ক্রিন প্রটেক্টর নিয়ে এসেছে প্যানজারগ্লাস। প্লাস্টিক হলেও প্রটেক্টরটি দেখতে এবং ধরতে টেম্পার্ড গ্লাসের মতোই, সস্তা নরম ও আঠালো পলির মতো নয়। আপাতত শুধু একটি মডেলের জন্য প্রটেক্টরটি তৈরি করলেও অচিরেই জনপ্রিয় সব ডিভাইসের জন্যও পাওয়া যাবে বলে জানিয়েছে প্যানজারগ্লাস। এতে প্লাস্টিকদূষণ কিছুটা হলেও কমানো যাবে বলে প্রতিষ্ঠানটি আশা করছে।

সম্পূর্ণ তারহীন নিরাপত্তা ক্যামেরা
একটি রাউটার ব্যবহার করে যেমন ছোট এলাকায় ইন্টারনেট তারহীনভাবে পৌঁছে দেয় রাউটারে, তেমনি বিদ্যুৎ তারহীনভাবে পৌঁছে দেওয়া নিয়ে কাজ করছে অসিয়া। প্রযুক্তিটি প্রথমবারের মতো ব্যক্তি পর্যায় পৌঁছে দেবে আর্কোসের তৈরি ‘কটা’ সিরিজের সিকিউরিটি ক্যামেরা, যা কোনো প্রকার তার ও ব্যাটারি ছাড়াই কাজ করতে সক্ষম। শুধু অসিয়ার তৈরি রাউটারের ৩০ ফিট রেঞ্জের মধ্যে রাখলেই চলবে। মূল্য জানা যায়নি।
এই বিভাগের আরও খবর
সাইবার হামলা বিষয়ে গুগলের সতর্কতা

সাইবার হামলা বিষয়ে গুগলের সতর্কতা

যুগান্তর
ইন্টারনেটের দাম কমানোর প্রস্তাবনা আইআইজিএবির

ইন্টারনেটের দাম কমানোর প্রস্তাবনা আইআইজিএবির

বণিক বার্তা
ডিজিটাল কমার্সের জন্য চালু হলো ‘বেসিস ডিবিআইডি ডেস্ক’

ডিজিটাল কমার্সের জন্য চালু হলো ‘বেসিস ডিবিআইডি ডেস্ক’

ভোরের কাগজ
ছাপানো হলেও বিতরণ হয়নি দেড় কোটি স্মার্টকার্ড

ছাপানো হলেও বিতরণ হয়নি দেড় কোটি স্মার্টকার্ড

বিডি প্রতিদিন
দ্রুত কাজ করার পাশাপাশি ভালো মানের ছবি তুলতে পারে এই ফোন

দ্রুত কাজ করার পাশাপাশি ভালো মানের ছবি তুলতে পারে এই ফোন

প্রথমআলো
প্যাকেজের ভিড়ে বিভ্রান্ত গ্রাহক প্রতি গিগাবাইট ডাটা কখনো ৬ টাকা, কখনো ৪৯

প্যাকেজের ভিড়ে বিভ্রান্ত গ্রাহক প্রতি গিগাবাইট ডাটা কখনো ৬ টাকা, কখনো ৪৯

বণিক বার্তা
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া