টুইটারে বিজ্ঞাপন বন্ধকারী কোম্পানির তালিকায় যুক্ত হয়েছে ফাইজার ও ফক্সওয়াগনের মতো কোম্পানি। এর আগে মাইক্রোব্লগিং সাইটটিতে নিজেদের বিজ্ঞাপন আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছিল জেনারেল মোটরস (জিএম)। বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা জায়ান্ট টেসলা প্রধান ইলোন মাস্কের টুইটার ক্রয় সম্পন্নের পর একের পর এক কোম্পানি প্লাটফর্মটিতে বিজ্ঞাপন দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করছে।
আজ শুক্রবার জার্মান গাড়ি নির্মাতা জায়ান্ট ফক্সওয়াগন জানায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত টুইটারে কোনো ধরনের ব্যয় থেকে বিরত থাকতে ব্র্যান্ডগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।একই পলিসি অনুসরণ করছে ওষুধ বিক্রেতা কোম্পানি ফাইজার।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, মাস্কের নিয়ন্ত্রণে টুইটার কনটেন্ট মডারেশনে ভিন্নতা আনতে পারে এবং দৃষ্টিকটু অনেক কনটেন্ট সেখানে পাওয়া যেতে পারে এ রকম আশঙ্কা অনেক কোম্পানির। আবার টুইটারের শীর্ষ পদে অনিশ্চয়তায় কেউ কেউ প্লাটফর্মটি থেকে বিদায় নিচ্ছেন। টুইটারের নিয়ন্ত্রণ বুঝে নিয়েই শীর্ষ নির্বাহী পরাগ আগারওয়ালসহ একদল শীর্ষ কর্মকর্তাকে ছাঁটাই করেন মাস্ক। উচ্চপদে এমনতর অস্থিরতায় গত সপ্তাহে বিজ্ঞাপন বন্ধের ঘোষণা দেয় শীর্ষ মার্কিন গাড়ি নির্মাতা কোম্পানি জিএম।
বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান এস৪ ক্যাপিটালের চেয়ারম্যান মার্টিন সরেল জানান, তিনি তার গ্রাহকদের দেখে-শুনে এগোনোর পরামর্শ দিয়েছেন। আবার ইন্টারপাবলিক গ্রুপের মতো কিছু কোম্পানি গ্রাহকদের টুইটারে বিজ্ঞাপন দেয়া থেকে একেবারে বিরত থাকার পরামর্শ দিচ্ছে।
সরেল সম্প্রতি এক মার্কিন সম্প্রচারমাধ্যমে জানান, গ্রাহকরা সংঘাত ও বিতর্ক চায় না। তারা স্থিতিশীল পরিবেশ চায়। গত এক সপ্তাহে টুইটারে যা দেখা গেল তা পুরো অস্থিরতায় ভরপুর।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়