টুইটারের পরিচালনা বোর্ডের সকল সদস্যকে বরখাস্ত করেছেন ইলন মাস্ক। ফলে এখন তিনি একাই টুইটারের সকল দায়িত্ব সামলাবেন। যেভাবে যা করতে চাইবেন, তিনি তাই করতে পারবেন। মাস্ক টুইটার কিনে নেয়ার পর থেকেই সবাই আশঙ্কা করছিল বিষয়টি। তিনি যে গণছাঁটাইয়ের পথেই হাটছেন তা এখন স্পষ্ট। ছাঁটাই প্রক্রিয়া শুরুর জন্য কর্মীদের নামের তালিকা চেয়েও পাঠিয়েছেন তিনি। প্রথমেই সিইও পরাগ আগারওয়ালকে ছাটাই করলেন মাস্ক। এরপর বরখাস্ত করলেন পরিচালনা বোর্ডকেও। টুইটারকে নিজের মতো ঢেলে সাজানোর সব প্রস্তুতি সম্পন্ন করছেন তিনি।
আল-জাজিরার খবরে জানানো হয়েছে, মাস্কের টুইটার কেনা বিশ্বজুড়ে নতুন একটি বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন যে, মাস্কের অধীনে থাকা টুইটারে কোনো বাকস্বাধীনতা থাকবে না।
কিংবা সমকামি ও নারীবাদী অধিকারকর্মীদের সুরক্ষায় আলাদা কোনো ব্যবস্থা নেবে না টুইটার। যদিও মাস্ক নিজেকে বাক-স্বাধীনতার পক্ষের মানুষ বলে দাবি করেন। টুইটার কিনে নেয়ার পর তিনি ঘোষণা করেন, পাখি (টুইটার) এখন মুক্ত।
তবে বরাবরই টুইটারের নানা নীতির সমালোচনা করেছেন তিনি। এর আগে যারা টুইটারের দায়িত্বে ছিলেন তারা বামপন্থী নানা মতাদর্শ দিয়ে সোশ্যাল মিডিয়াটি পরিচালনা করতো বলে অভিযোগ তার। ধারণা করা হচ্ছে, মাস্ক এখন নিজে দায়িত্ব নিয়ে তার মতো করে এটি সাজাবেন। যদিও মাস্ক এখনও প্ল্যাটফর্মের জন্য তার সঠিক পরিকল্পনা প্রকাশ করে নাই। ধারণা করা হচ্ছে, তিনি টুইটারের নানা নিয়ম সহজ করে দেবেন। পাশাপাশি কর্মীদের একাংশকে ছাটাইও করবেন তিনি।
সম্প্রতি টুইটারের ভেরিফিকেশন প্রক্রিয়া বা ব্লু টিক অর্জনের প্রক্রিয়ায় বদল আসতে চলেছে বলেও তিনি নিজেই জানান। এ বার থেকে যারা টুইটারের ‘ব্লু মেম্বার’ অর্থাৎ যাদের টুইটারের সাবস্ক্রিপশন রয়েছে তাদের মধ্যেই ‘ব্লু টিক’ সীমাবদ্ধ রাখা হবে। এই সাবস্ক্রিপশনের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। সেই খরচও বাড়িয়ে দেয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। সাবস্ক্রিপশনের খরচ বেড়ে হবে ১৯.৯৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ২০০০ টাকা। এই টাকা না দিলে যাদের ইতিমধ্যে ব্লু টিক রয়েছে, তারাও তা হারাতে পারেন। যদিও ভেরিফিকেশন প্রক্রিয়ায় ঠিক কী কী বদল আনা হচ্ছে তা স্পষ্ট করে জানাননি মাস্ক।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়