এখনও অনেক প্রত্যন্ত গ্রামে বা অন্যান্য এলাকায় আরটি-পিসিআর টেস্ট করা সম্ভব হচ্ছে না। করা যাচ্ছে না সিটি স্ক্যানও। সেই কথা মাথায় রেখেই সামনে এল এক নতুন প্রযুক্তি। ব্যাঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স, একটি স্টার্টআপ সংস্থা 'নিরাময়ী' এবং আর্টপ্যাক যৌথভাবে বিশেষ এক প্রযুক্তি শুরু করেছে। যার নাম দেয়া হয়েছে 'এক্স-রে সেতু'। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর দ্বারা পরিচালিত এই পদ্ধতিটি কাজ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। জানা গেছে, কোন রেডিওলজিস্ট বা চিকিত্সক যদি এই এক্স-রে-এর ছবি তুলে সেটি হোয়াটসঅ্যাপের নির্দিষ্ট চ্যাটবক্সে আপলোড করেন তাহলে ১৫ মিনিটের মধ্যেই রিপোর্ট আসবে আপনি করোনা আক্রান্ত কিনা। নম্বরটি হল ৮০৪৬১৬৩৮৩৮।
এই নম্বরে পাঠাতে হবে এক্স-রে এর ছবি। শুধু করোনা নয় নিউমোনিয়া বা টিবির মতো যদি কোনো অসুখ থাকে তাও জানাবে 'এক্স-রে সেতু। 'এই মুহূর্তে ৫০০ জন ডাক্তার এই প্রযুক্তি ব্যবহার করছেন। তবে আর্টপ্যাকের তরফ থেকে সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি ১০ হাজার ডাক্তার এই মাধ্যমের সঙ্গে যুক্ত হবেন।
এক্স-রে ছবিতে গলদ থাকলেও কোভিড টেস্টিং সম্ভব? ডাক্তারেরা বলছেন, হ্যাঁ সম্ভব। কারণ, এই এক্স-রে সেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে এবং বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে কোভিড পজিটিভ রোগীদের চিহ্নিত করতেই। এমনকি বুকের এক্স-রে এর লো-রেজুলেশনের ছবি পাঠালেও হোয়াটসঅ্যাপ থেকে তা ডিটেক্ট করা যাবে বলেই জানিয়েছেন ডেভেলপাররা।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়