ভারতের কিংবদন্তি অলরাউন্ডার ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কপিল দেবকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে চলচ্চিত্র। ‘এইটি থ্রি’ নামে এই ছবিটি পরিচালনা করেছেন কবীর খান। এতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন বলিউড তারকা রণবীর সিং। ছবিটির নির্মাণ শুরু থেকেই বলিউড ছবির দর্শকদের কাছে বাড়তি কৌতুহলের কারণ এই ‘এইটি থ্রি’
সেই কৌতুহল আরও বাড়িয়ে দিয়েছে সম্প্রতি প্রকাশিত ছবিটির ট্রেলার। ট্রেলারটি রীতিমতো 'ঝড়' তুলেছে সোশ্যাল মিডিয়ায়। কপিল দেবের ভূমিকায় রণবীরকে দেখে মুগ্ধ নেটিজেনরা। ট্রেলার দেখে ছবি দেখার আগ্রহ দেখিয়েছেন বহু দর্শক।
৮৩ সালের ইংল্যান্ড বিশ্বকাপে ভারত জিতে যেতে পারে- এমনটা কেউ ভাবতেও পারেননি তখন। ট্রেলারের শুরুতে দেখানো হয়েছে, জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচের দৃশ্য। সেই ম্যাচে ১৭ রানে ৫ উইকেট হারায় ভারত। তখন বাথরুমে ছিলেন অধিনায়ক। তাকে ডেকে জানানো হয় বিষয়টি। ততক্ষণে ৯ রানে ৪ উইকেটে পড়ে গেছে। এরপর বিশ্বকাপে লড়াই টিকিয়ে রাখার সেই ম্যাচে কপিল একাই করেন ১৭৫ রান।
ট্রেলারে আরও দেখা গেছে, সাংবাদিক সম্মেলনে কপিল বলেন, ‘জিততেই তো এসেছি।’ একথা শুনে তাচ্ছিল্যের হাসি হাসেন সাংবাদিকরা। কিন্তু স্রোতের বিপরীত থেকে ভারতকে বিশ্বকাপ জিতিয়ে দেন কপিল। জেতার পরে যখন সংবাদ সম্মেলন হয়, তখন সেখানে দৃঢ়তার সঙ্গে তাকে বলতে শোনা যায়, ‘বলেছিলাম না? জিততেই তো এসেছি।’ সব মিলিয়ে এই ট্রেলার ছবিটিকে ঘিরে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়