দুদিন ধরে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ঢাকার পরীমনি। সেখান থেকে দেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে আছেন তিনি। প্রকাশ করেছেন পাখি হওয়ার সাধ!
পরী বলেন, ‘মাঝে মাঝেই আমার খুব পাখি হতে ইচ্ছে করে। এই যেমন আজ (২৪ মার্চ) সকাল থেকে ভীষণ ইচ্ছে করছে পাখি হয়ে যেতে।’
পরীমনি ২২ মার্চ ঢাকা থেকে কলকাতা উড়াল দেন উড়োজাহাজে চেপে। উদ্দেশ্য, নিজের শরীরের কিছু পরীক্ষা-নিরীক্ষা। না, জটিল কিছু নয়। পরী জানালেন, এটা তার রেগুলার পরীক্ষার অংশ।
জানান, কলকাতার অ্যাপোলো হাসপাতালে গেলো ক’বছর ধরেই তিনি নিয়মিত চেকআপ করান। পরামর্শ নেন নির্দিষ্ট কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের। এবার সেই রুটিন রক্ষার জন্যই তার কলকাতা সফর।
কিন্তু কলকাতা গেলেও পরীর মন পড়ে আছে নিজ দেশে। মূলত ঢাকায় ফেরার জন্যই তার পাখি হওয়ার সাধ জাগলো কলকাতার অ্যাপোলো হাসপাতালর করিডোরে বসে।
সোশ্যাল হ্যান্ডেলে পরী লেখেন, ‘সকাল নয়টা থেকে রেগুলার চেকআপে এই ডক্টর থেকে সেই ডক্টর-এর চেম্বারে ঘুরছি। আমার শহর থেকে শত শত মাইল দূরের শহর কলকাতায়। কাল (২৫ মার্চ) সকাল থেকে করতে হবে আরও একগাদা টেস্ট। পাখি হলে ঠিকই সন্ধ্যার আগে আগে উড়াল দিতাম আমি। কোনও কিছুই আমাকে বেঁধে রাখতে পারতো না।’
পরীর মনে এই বাঁধভাঙা সাধ জাগার কারণও আছে। কারণ, বুধবার (২৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বুকে প্রিমিয়ার হচ্ছে পরীর ছবি ‘স্ফুলিঙ্গ’র। তৌকীর আহমেদ পরিচালিত এই ছবিটি মুক্তি পাচ্ছে ২৬ মার্চ। বিশেষ এই ছবিটির প্রিমিয়ারে অংশ নিতে না পারার আক্ষেপ থেকেই তার পাখি হওয়ার এমন আকুতি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়