আয়ারল্যান্ড যদি প্রথম ম্যাচে জয় পেত, তাহলে সিরিজ জয়ের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশই করতে পারত। তবে হোয়াইটওয়াশ করতে না পারলেও ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয় করেছে আইরিশরা। রোববার (১৬ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজকে ২ উইকেটে হারিয়ে ২-১ সিরিজ জিতে নিল আয়ারল্যান্ড। যার সুবাদে প্রথমবারের মতো দেশের বাইরে টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল আইরিশরা।
রোববার (১৭ জানুয়ারি) জ্যামাইকার স্যাবিনা পার্কে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৪৪ ওভারেই অলআউট হয়ে যায় ২১২ রানে। জবাবে ৮ উইকেট হারিয়ে ৪৪.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় পল স্টারলিংয়ের দল।
আইরিশদের এ রূপকথার মূল নায়ক অলরাউন্ডার অ্যান্ডি ম্যাকব্রাইন। সিরিজে ১২৮ রানের সঙ্গে ১০টি উইকেট নিয়েছেন তিনি। শেষ ম্যাচে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও ৫৯ রান করেন তিনি।
ক্যারিবীয়দের দেওয়া ২১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই আউট হন আইরিশ বাঁহাতি ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ড। তবে দ্বিতীয় ও তৃতীয় উইকেট জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় তারা। বলের সঙ্গে পাল্লা দিয়ে ১২.৫ ওভারে ৭৩ রান যোগ করেন স্টারলিং ও ম্যাকব্রাইন।
ইনিংসের ১৩তম ওভারে আউট হওয়ার আগে ৩৮ বলে ৪৪ রান করেন অধিনায়ক স্টারলিং। এরপর চার নম্বরে নামা হ্যারি ট্যাক্টরের সঙ্গে ৭৯ রানের জুটি গড়েন ম্যাকব্রাইন। অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল ম্যাকব্রাইনের ব্যাট থেকে আসে ৫৯ রান। আউট হওয়ার আগে ট্যাক্টর খেলেন ৫৮ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৩১ বল হাতে রেখে ম্যাচ ও সিরিজ নিজেদের করে নেয় আইরিশরা।
এদিকে ম্যাচের প্রথমে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল ওয়েস্ট ইন্ডিজরা। উদ্বোধনী জুটিতে মাত্র ১১ ওভারেই ৭২ রান যোগ করেন দুই ওপেনার শাই হোপ ও জাস্টিন গ্রিভস।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়