ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভের সীমান্ত এলাকা থেকে চার হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া রাশিয়ার আকস্মিক আন্তঃসীমান্ত আক্রমণের পর স্থানীয় গভর্নর রবিবার এ তথ্য জানিয়েছেন।
গভর্নর ওলেগ সিনেগুবভ এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘মোট চার হাজার ৭৩ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।’ এর এক দিন আগে রুশ বাহিনী এই অঞ্চলের পাঁচটি গ্রাম দখলের দাবি করে।
সিনেগুবভ বলেছেন, রবিবার ৬৩ বছর বয়সী এক ব্যক্তি গ্লাইবোকে গ্রামে গোলাবর্ষণের ফলে নিহত হয়েছেন। এ ছাড়া ভোভচানস্কে একজন ৩৮ বছর বয়সী ব্যক্তি আহত হয়েছেন। বর্তমান আক্রমণের আগে সীমান্ত শহরটিতে প্রায় তিন হাজার বাসিন্দা ছিল।
উচ্ছেদে সমন্বয় করতে সহায়তা করা ভোভচানস্কের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ওলেকসি খারকিভস্কি বলেন, ‘শহরটি ক্রমাগত গোলাবর্ষণের মধ্যে রয়েছে।
শহরের সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে...আপনি ক্রমাগত বিস্ফোরণ, কামান, মর্টারের শব্দ শুনতে পাচ্ছেন। শত্রু তাদের যা কিছু আছে তা দিয়ে শহরকে আঘাত করছে।’
এদিকে ইউক্রেন শুক্রবার ঘোষণা করেছে, রাশিয়া খারকিভ অঞ্চলে আক্রমণ শুরু করেছে। একটি সীমান্ত অঞ্চলে ছোট অগ্রগতি করেছে, যেখান থেকে প্রায় দুই বছর আগে তারা পিছু হটেছিল।
এর আগে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি শনিবার জানান, ইউক্রেনের সেনারা খারকিভ অঞ্চলের সীমান্তবর্তী গ্রামে পাল্টাহামলা চালাচ্ছে। তিনি বলেন, ‘রাশিয়ার আক্রমণাত্মক পরিকল্পনা ব্যাহত করা এখন আমাদের এক নম্বর কাজ।’
পাশাপাশি জেলেনস্কি মিত্রদের অস্ত্র সরবরাহের গতি বাড়াতে আবার অনুরোধ করেছেন এবং সেনাদের অবশ্যই ‘ইউক্রেনে শক্তি ফিরিয়ে দিতে হবে’ বলে জোড় দিয়েছেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়