দারুণ ছন্দে ছিলেন শরিফুল ইসলাম। বাংলাদেশের বিশ্বকাপ দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরা হচ্ছিল এই বাঁহাতি পেসারকে। তবে বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে বোলিং হাতে চোট পান শরিফুল। তার জায়গায় সুযোগ পেয়ে নিজেকে মেলেন ধরেন তানজিম হাসান।
এজন্য গোটা বিশ্বকাপে একটি ম্যাচেও খেলা হয়নি শরিফুলের। দেশে ফিরে আজ প্রথমবারের মতো এ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শরিফুল। আক্ষেপ ঝরল এই তরুণের কণ্ঠে, ‘কপালে যেটা লিখা ছিল সেটার ওপর তো কিছু করার নাই। খুব আশা ছিল অন্তত একটা ম্যাচ খেলব।
ওখানে একটু কষ্ট লাগে আরকি। আমি সব ম্যাচে রেডি ছিলাম। তবে টিম কম্বিনেশনের জন্য, সবাই যেহেতু খব ভালো খেলছিল, তাই খেলা হয়নি।'
বিশ্বকাপ শেষে আজ হঠাৎ করে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে গেছেন শরিফুল।
ড্রাফটে দল না পেলেও ক্যান্ডি ফ্যালকনসের পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীর বিকল্প হিসেবে ডাক পেয়েছেন তিনি। ১ জুলাই শুরু হওয়া টুর্নামেন্টে শরিফুলের দল এর মধ্যে ২টি ম্যাচ খেলে ফেলেছে, ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট তালিকার ৩ নম্বরে।
এলপিএলে যোগ দিতে যাওয়ার আগে শরিফুল বলেন, ‘এলপিএলে যাচ্ছি, এখানে যেন নিজের সেরাটা দিতে পারি। গত বছর যখন গিয়েছিলাম, একটা ম্যাচ খেলেছি। এবার গিয়ে ভালো কিছু করার ইচ্ছা আছে।
নিজেদের মধ্যে কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই। চেষ্টা করব সবাই যেন ভালো খেলে। আমরা যদি ভালো খেলি, আমাদের নিজেদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে।'
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়