এ মুহূর্তে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে দলটি। খুলনা টাইগার্সের বিপক্ষের এ ম্যাচটি ছিল বিপিএলের নবম আসরে সিলেটের প্রথম পর্বের শেষ ম্যাচ। ম্যাচটিতে ৬ উইকেটের জয় পেয়েছে মাশরাফীর দল।
বুধবার (৮ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স। ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলটি করে ১১৩ রান। জবাবে ১৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সিলেট।
অল্প রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করতে পারেননি সিলেটের দুই ওপেনার তৌহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। দলীয় ১০ রানের মধ্যে দুজনেই আউট হয়েছেন। ৮ বলে ৫ রান করে মোহাম্মদ সাইফুদ্দিনের শিকার হয়েছেন হৃদয়। আর ৫ বলে ৩ রান করা শান্ত হয়েছেন নাহিদুলের শিকার। দুজনেই খুলনার অধিনায়ক শাই হোপের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন।
তবে দুই ওপেনার বিদায় নেয়ার পরে হাফ সেঞ্চুরি করে দলের জয় সহজ করে দেন দেশীয় ব্যাটসম্যান জাকির হাসান। ৪৬ বলে ৫০ রান করেন জাকির। এর মধ্যে রয়েছে ৫টি চার ও ১টি ছক্কার মার। ১৫.৪ ওভারে দলীয় ১০০ রানে হাসান মুরাদের বলে নাহিদুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জাকির।
দলীয় শত রানেই ফেরেন মুশফিকুর রহিম। তিনি ৩৫ বলে ৩৯ রান করে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন। অবশ্য জাকির-মুশফিকের জুটিতে সিলেট ততক্ষণে জয়ের কাছাকাছি পৌঁছে যায়। এই জুটিতে আসে ৮০ বলে ৯০ রান।
শেষদিকে রায়ান বার্লের অপরাজিত ১২ ও গুলবাদিন নায়েবের ২ রানে সিলেটের ৬ উইকেটের জয় নিশ্চিত হয়। এই হারে টেবিলের তলানিতে থাকা খুলনার শেষটি হতাশাতেই কাটল। সিলেটের খেলা শেষ হলেও খুলনার আরও একটি ম্যাচ এখনও বাকি রয়েছে।
এ দিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও, সেই অনুযায়ী কাজ করতে পারেনি খুলনা। মাত্র ৮ রানেই ভেঙেছে তাদের উদ্বোধনী জুটি। ১.৫ ওভারে ৬ বল থেকে ৩ রান করে ইমাদ ওয়াসিমের বলে বিদায় নেন ওপেনার মুনিম শাহরিয়ার। কাজের কাজটি করতে পারেননি খুলনার দলপতি শাই হোপও। ৯ বল থেকে ৯ রান করে তানজিম হাসান সাকিবের বলে আউট হয়েছেন তিনি।
দলীর ২১ রানে হোপ বিদায় নেয়ার পরে কোনো রান যোগ না করেই রুবেল হোসেনের বলে আউট হন ওপেনার অ্যান্ড্রু বালবির্নি। ১৩ বল থেকে মাত্র ৯ রান করেই তানজিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়